23 C
Kolkata
Tuesday, January 14, 2025
Home আন্তর্জাতিক করোনায় আক্রান্তদের দেশে ফেরাতে ছাড়পত্র পেল না ভারত

করোনায় আক্রান্তদের দেশে ফেরাতে ছাড়পত্র পেল না ভারত

নয়াদিল্লি: করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে৷ চিনে উহান সবথেকে বেশি আক্রান্তের সংখ্যা৷ সেখানে আটকে রয়েছে বেশ কিছু ভারতীয়ও৷ তাঁদের সেখান থেকে উদ্ধার করে আনতে চায় ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ বিমান৷ কিন্তু সেই বিমানটিকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি চিন৷

- Advertisement -

ভারতীয় এক সূত্র মারফত জানা গিয়েছে, বিমানটির ছাড়পত্র ইচ্ছাকৃতভাবেই দিতে দেরি করছে৷ ওই সংস্থার অভিযোগ, ভারতের পক্ষ থেকে গত ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করে দেওয়া হয়েছিল তাদের একটি বিমান চিনে যেতে চায়৷

ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার নামে উদ্ধারকারী ওই বিমানটি উহানে ঢুকতে পারছে না৷ কারণ চিনে ঢোকার ছাড়পত্র এখনও মেলেনি৷ বিভিন্ন মহল থেকে এই অভিযোগ খারিজ করে দেয় বেজিং৷ শুধু তাই নয় চিনে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সাহায্য করতে চায় ভারত৷ এমনটাও জানিয়েছিল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। কিন্তু তা সত্ত্বেও চিনের তরফ থেকে কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ ওই সংস্থার৷

- Advertisement -

বেজিংয়ের পক্ষ থেকে ভারতীয় বিমানকে অনুমতি দিতে দেরি হওয়ার বিষয়ে ওই সূত্রটি জানিয়েছে, “ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে এখনও ত্রাণ সামগ্রী নিয়ে বিভিন্ন বিমান চিনে যাচ্ছে। তাহলে কেন চিন সরকার ভারতীয় বিমানকে ছাড়পত্র দিতে দেরি করছে? তারা কি ভারতের প্রতি আগ্রহী নয়? ওরা কেন আমাদের নাগরিকদের উহান থেকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে বাধার সৃষ্টি করছে? তবে কি চিন ইচ্ছাকৃতভাবেই ভারতীয় নাগরিকদের কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে রাখতে চাইছে?”

এখনও পর্যন্ত করোনাভাইরাস হামলায় চিনে মৃতের সংখ্যা ২০০০ পার করল৷ ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ এটিকে মহামারী হিসেবে চিহ্নিত করেছে৷ নতুন করে ১৭৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার। রাশি়য়ায় চিনবাসীদের প্রবেশ নিষিদ্ধ করেছে৷

জানা গিয়েছে, ইতিমধ্যে প্রায় ১২ হাজারের বেশি সুস্থ হয়ে উঠেছেন৷ চিনের প্রদেশ হুবেইয়ের উহান শহরে মৃতের সংখ্যা সবথেকে বেশি৷ বেজিং-ভিত্তিক একটি আর্থিক ও সংবাদমাধ্যম সংস্থা জানিয়েছে, প্রায় ৩০০০-এর বেশি চিনা স্বাস্থ্যসেবা কর্মীরা ইতিমধ্যে করোনাভাইরাস দ্বারা সংক্রামিত হয়েছে। যার মধ্যে ১৬৮৮ জনের অবস্থা অত্যন্ত গুরুতর।

- Advertisement -

চিন থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বিশ্বের ২৪টি দেশে৷ ভারত ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ভিয়েতনাম, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, অস্ট্রেলিয়ায় নোভেল করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে৷

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

২০২৫-এর ছুটির তালিকা, জেনে নিন একনজরে

কলকাতা: নতুন বছরে ছুটির তালিকা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ তালিকায় যেমন রয়েছে কেন্দ্রীয় সরকারি ছুটি (এনআই অ্যাক্ট অনুযায়ী), তেমনই রাজ্যেরও সরকারি ছুটিও৷ একনজরে জেনে...

এই বিশেষ দিনেই দিল্লি থেকে শ্রীনগর প্রথম ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

খাস ডেস্কঃ রেলপথ ভারতের অন্যতম সংযোগের মাধ্যম। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব অনেকেটাই কমিয়ে দিয়েছে ভারতীয় রেল। এবার ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে...

যৌন তৃপ্তি ও কামসূত্র  

খাস ডেস্ক : যৌন সঙ্গম নয় যৌন তৃপ্তি নিয়েই কামসূত্র। সঙ্গম একটি শারীরিক ক্রিয়া, যেকোনো কেউ তাতে লিপ্ত হতে পারেন। কিন্তু তৃপ্তি বা pleasure...

বিবেকানন্দের চোখে খেলাধুলা

"...গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে।..." বিশ্বদীপ ব্যানার্জি:  মাদ্রাজ (অধুনা চেন্নাই), ১৮৯৭। ভরা ধর্মসভায় সদ্য বিশ্বজয় করে ফেরা সন্ন্যাসীর VEDANTA IN ITS...

খবর এই মুহূর্তে

বিদেশে গেলে স্ত্রীদের কাছে পাবেন না কোহলিরা? নতুন নিয়ম আনতে পারে BCCI

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে জোড়া ধাক্কার পর নয়া ফরমান জারি করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যার জেরে কোপ পড়তে পারে ক্রিকেটারদের...

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসরে রোহিত! টিম ইন্ডিয়ার নয়া নেতা কে?

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) কবে অবসর নিচ্ছেন? সাম্প্রতিক কালে এটাই ছিল ক্রিকেট দুনিয়ার সবথেকে বড় চর্চার বিষয়। অবশেষে সেই সময় আসন্ন। একটি...

গৃহপালিত পশুর উপর হামলা, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে বাঘ, বন্ধ করা হল স্কুল

খাস ডেস্কঃ ঘুরে বেড়াচ্ছে বাঘ। মারছে গৃহপালিত পশুদের। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক আতঙ্ক। কোনও রকম দুর্ঘটনা যাতে না ঘটে সেই...

টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে চলছেন রো-কো! বোর্ড সচিবের মন্তব্যে জল্পনা শুরু

স্পোর্টস ডেস্ক: মাত্র ছয় মাসেই কতকিছু বদলে যায়। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন...