ভোপাল: তিন নিখোঁজ থাকার পর কুয়ো থেকে উদ্ধার শিশুর দেহ। খুনের অভিযোগ উঠল তাঁরই বাবার বিরুদ্ধে। ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত্যুর কারণ জানতে পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে আচমকা শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে পরিবার সহ গোটা এলাকায়।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গুনা জেলার চাঁচোড়া থানা এলাকায়। জানা গিয়েছে, গত তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল বছর ৮-এর শিশু কন্যাটি। অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি তাঁর খোঁজ। ফলে স্থানীয় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগের পর পুলিশ তল্লাশি শুরু করে শিশুটির খোঁজে। এরপর তাঁর বাড়ির কুয়ো থেকেই উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। হাত-পা বেঁধে কুয়োয় ফেলে তাঁকে মারার অভিযোগ উঠেছে।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল। তবে পুলিশের অনুমান শিশুটিকে খুনের আগে ধর্ষণও করা হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের পর সঠিকভাবে তা জানা সম্ভব হবে। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় শিশুটির বাবাকে দেখে সন্দেহভাজন মনে করে পুলিশ। ফলে তাকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে তারা। আর সেখানেই শিশুটির বাবা স্বীকার করে তিনিই তার মেয়েকে খুন করেছে। তবে ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি তিনি। কিন্তু কেন মেয়েকে খুন করল তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।