28 C
Kolkata
Tuesday, October 8, 2024
Home আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বাড়ছে শিশুপাচারের অপরাধ, উদ্বিগ্ন ইউনিসেফ

সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বাড়ছে শিশুপাচারের অপরাধ, উদ্বিগ্ন ইউনিসেফ

খাস ডেস্ক: সোশ্যাল মিডিয়া  নিয়ে চলমান বিতর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়াকে অপরাধ জগতের মানুষজনও ব্যবহার করছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলেছে দেহব্যবসা থেকে আরম্ভ করে অবাধে শিশুবিক্রি। গোয়েন্দা সূত্রের খবর, সারা ভারতে নবজাতক বিক্রির ব্যবসা চলছে। সন্তানহীন দম্পতিরা কিনছেন। জাল বিছিয়ে বসেছে যে চক্রগুলো ওরা ৪ থেকে ৬ লক্ষ টাকায় একেকটি শিশুকে বিক্রি করছে।

- Advertisement -

ভারতে সন্তানহীন দম্পতিরা শিশু কিনলে তা পুরোপুরিভাবে বেআইনি কাজ। শিশুপাচার ঠেকাতে দেশ স্বাধীন হওয়ার পরে একের পর এক আইন আনা হয়েছে। শিশুর প্রতি যৌন নির্যাতন ঠেকাতে ২০১২ সালে ‘দ্য প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স’ প্রণয়ন করা হয়েছে। দাসশ্রমিক হিসেবে শিশুদের কাজ করানো ঠেকাতে ১৯৭৬ সালে দাসব্যবস্থা বিলোপেও আইন আনা হয়।

এছাড়াও আরও কয়েকটি আইন আছে শিশুদের স্বার্থে। সেই আইনগুলো কতদূর পর্যন্ত কার্যকর হচ্ছে এও জরুরি প্রশ্ন। কেবল ভারত নয়, সারা পৃথিবীজুড়েই চলছে শিশুপাচারের মতো অপকর্ম। ইউনিসেফের তথ্য অনুসারে, প্রতিবছর বিশ্বজুড়ে ১ কোটি ২০ লক্ষ শিশুকে পাচার হচ্ছে। পাচার হওয়া এই শিশুদের সন্তানহীন দম্পতির কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেচে দেওয়া থেকে শুরু করে জোর করে শ্রমিক হিসেবে কাজ করানো কিংবা শিশুদের পরিচারক-পরিচারিকা হিসেবে কাজ করানো, যৌনকর্মী হিসেবে কিশোরীদের বেআইনিভাবে কাজে লাগানো চলছে বিশ্বজুড়েই।

- Advertisement -

সূত্রের খবর, ভারতের যে রাজ্যগুলোতে অবাধে শিশুপাচারের ঘটনা ঘটছে তার মধ্যে অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গ। বাকি রাজ্যগুলোর মধ্যে রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্য। গবেষকরা জানিয়েছেন, ভারতের মাটি থেকে বিপজ্জনকভাবে শিশুদের পাচার করা হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ দারিদ্র্য।

শিশুপাচারের মাধ্যমে মাফিয়ারা শত শত কোটি টাকা উপার্জন করছে। শিশুপাচার পৃথিবীতে তৃতীয় লাভজনক অপরাধ বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে রাষ্ট্রসঙ্ঘ ১৯৮৯ সাল থেকে লাগাতারভাবে উদ্বেগ প্রকাশ করে চলেছে। ওয়াকিবহাল মহলের মতে, শিশুপাচার রুখতে আইন প্রণয়ন করা ছাড়া আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো প্রয়োজন। ভারতে সেই কাজ যথাযথভাবে হয়নি। এর ফল ভুগতে হচ্ছে দরিদ্র পরিবারগুলোয় জন্মগ্রহণ করা বহু শিশুকে।

জাতীয় মানবাধিকার কমিশন জানিয়েছে,  প্রতিবছর ভারতে ৪০ হাজার শিশুকে অপহরণ করা হচ্ছে। এছাড়া প্রতিবছর কয়েক হাজার শিশুকে প্রতিবেশী দেশগুলোতে পাচার করা হচ্ছে। শিশু চোরাচালান রুখতে সীমান্ত এলাকায় নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার কথাও বলছেন স্বেচ্ছাসেবীরা। সারা পৃথিবীতে সর্বোচ্চ সংখ্যক শিশুপাচারের ঘটনা ঘটছে ফিলিপাইনে। প্রতিবছর ৬০ হাজার থেকে ১ লক্ষ শিশুকে পাচার করা হচ্ছে। সূত্রের খবর, বেশিরভাগ ক্ষেত্রে ফিলিপাইন থেকে শিশুদের নানান দেশে পাচার করা হচ্ছে যৌনকর্মী হিসেবে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

মুকুটে নয়া পালক, পরের লক্ষ্য ঠিক করে ফেলেছেন ৩৭ বছর বয়সী মেসি

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে কাতারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন আর্জেন্টিনাকে। চলতি বছরে টানা দ্বিতীয়বার জিতে নিয়েছেন কোপা আমেরিকা। কিন্তু এরপরও আত্মতুষ্টি বা ক্লান্তির লেশমাত্র...

মহালয়ায় বৃষ্টি, পুজোতেও কি ভাসবে শহর

কলকাতা: পুজোয় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রাত পেরোলেই...

AFC Champions League 2 -এর ম্যাচ খেলতে ইরান যাচ্ছে না মোহনবাগান

স্পোর্টস ডেস্ক: ইরানে খেলতে যাচ্ছেনা মোহনবাগান সুপার জায়ান্টস। নিরাপত্তার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অর্থ্যাৎ ২ অক্টোবর ইরানের তাবরিজ শহরে এএফসি চ্যাম্পিয়ন্স...

খবর এই মুহূর্তে

সন্দীপদের এবার জেলে গিয়ে জেরা করতে পারবে ইডি, জিজ্ঞাসাবাদ চলবে তাঁর দুই সঙ্গীকেও

খাসডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষদের (sandip ghosh) জেলে গিয়ে জেরা করতে চায় ইডি (ED)। সেই মোতাবেক আদালতে জানানো হয়েছিল আবেদন। এবার সেই আবেদন...

পড়ল পোস্টার, ঘোষণা হল পুরস্কারও, নাবালিকা নিখোঁজে মহিষমারির ‘উল্টো’ ভূমিকায় নিউটাউন পুলিশ

পলাশ নস্কর, নিউটাউন:  বাবার কাছে বকুনি খেয়ে ১০ বছরের মেয়েটি বাড়ি ছেড়েছিল গত ২৮ শে সেপ্টেম্বর। অভিযোগ তারপর থেকেই বেপাত্তা। ওইদিন নাবালিকা মেয়েটি তার বাবা...

এই পুজোতেও জেলের ওপারে, বাঙালির মহোৎসবে জেল মুক্তির সম্ভাবনা কম পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদদের

খাসডেস্ক: কলকাতা হাইকোর্টে (KOLKATA HIGH COURT) নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (PARTHA CHATTERJEE) জামিনের শুনানি শেষ হল। পুজোর পর রায় দানের...

পঞ্চমী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা গিয়েছে বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টি চিন্তায় ফেলছে সাধারণ মানুষদের। পুজোয়...