নয়া দিল্লি: টাটা গ্রুপের সঙ্গে পথ চলা শুরু এয়ার ইন্ডিয়ার। ৬৯ বছর পর জোট বাঁধল দুই সংস্থা। কিন্তু, এয়ার ইন্ডিয়ার উড়ানে থাকছে না রতন টাটার সংস্থার ব্যানার। জানা গিয়েছে, বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার আনুষ্ঠানিক হস্তান্তরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। এরপরেই এয়ার ইন্ডিয়া বর্তমান বোর্ড সদস্যদের সরকারি পরিবর্তন হতে পারে।
আরও পড়ুনঃ Big Announcement: কেজরিওয়াল সরকারের ঘোষণার পরেই স্বস্তির নিঃশ্বাস দিল্লিতে
২০২১ সালের ৮ অক্টোবর এয়ার ইন্ডিয়া কিনে নেয় টাটা গ্রুপ। ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে হস্তান্তর হয় এয়ার ইন্ডিয়ার। সেই সময়েই টাটার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এয়ার ইন্ডিয়া পুরনো কর্মীদের ছাঁটাই করা হবে না। প্রথম এক বছর তাঁদেরই রেখে দেওয়া হবে এবং পরবর্তীতে বিবেচনা করা হবে।
আরও পড়ুনঃ ৯ দিন পর অরুনাচলে নিখোঁজ বালককে ভারতীয় সেনার হাতে তুলে দিল চিনা বাহিনী
সংস্থার কর্তারা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার উড়ানে থাকছে না টাটা গ্রুপের ব্যানার। কবে থেকে সমস্ত এয়ার ইন্ডিয়ার বিমান টাটা গ্রুপের ব্যানার উড়বে তা পরে কর্মীদের জানিয়ে দেওয়া হবে। তবে, ইতিমধ্যেই উন্নত যাত্রী পরিষেবার জন্য যাবতীয় ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। যার অন্যতম যাত্রীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা। বৃহস্পতিবার থেকেই যা মিলবে বলে জানানো হয়েছে।
১৯৫৩ সালে রাষ্ট্রীয় বিমান সংস্থায় পরিণত হওয়ার ৬৩ বছর পর ফের টাটাদের ঘরে ফিরছে এয়ার ইন্ডিয়া। একটি নিলামে কেন্দ্রীয় সরকার গত বছরের ৮ অক্টোবর এয়ার ইন্ডিয়াকে টাটা গোষ্ঠী তালাস প্রাইভেট লিমিটেডের কাছে প্রায় ১৮০০০ কোটি টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশ শেয়ার ও গ্রাউন্ড-হ্যান্ডেলিং কোম্পানি AISATS-এর ৫০ শতাংশ মালিকানা কিনতে চেয়ে সর্বাধিক দর দিয়েছিল টাটারা ৷ ডিসেম্বরের শেষের মধ্যেই কেন্দ্রকে টাটারা নগদ ২৭০০ কোটি টাকা দেবে বলে ঠিক হয়েছিল।
যদিও এটি ২০০৩-০৪ সালের পর এই প্রথম বেসরকারীকরণ হবে এয়ার ইন্ডিয়া হবে টাটা গ্রুপের স্থিতিশীল তৃতীয় এয়ারলাইন ব্র্যান্ড। এটি সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের সাথে একটি যৌথ উদ্যোগ তৈরি হয়েছিল। টাটারা এয়ার ইন্ডিয়ার বসন্ত বিহার হাউজিং কলোনি, মুম্বাইয়ের নরিমান পয়েন্টে এয়ার ইন্ডিয়া বিল্ডিং এবং নতুন দিল্লিতে এয়ার ইন্ডিয়া বিল্ডিংয়ের মত নন-কোর সম্পদ ধরে রাখতে পারবে না। বর্তমানে, এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ বিমানবন্দরে ৪৪০০ টি অভ্যন্তরীণ এবং ১৮০০ টি আন্তর্জাতিক অবতরণ এবং পার্কিং স্লটগুলির পাশাপাশি বিদেশে ৯০০ টি স্লট নিয়ন্ত্রণ করে। এয়ারলাইনের ১৪১ টি বিমান যা টাটারা পাবে,এর মধ্যে, ৪২টি লিজড প্লেন এবং বাকি ৯৯টি মালিকানাধীন।