খাস ডেস্ক: কেন্দ্রীয় সরকার লাগাতারভাবে বেসরকারিকরণের নীতি নিয়েছে। এনিয়ে চলছে রাজনৈতিক বিতর্ক। দেশের কোনও কোনও রাজ্যের সরকার শ্রম আইন সংশোধন করে কর্মীদের অতিরিক্ত সময় কাজ করানোর প্রক্রিয়া গ্রহণ করার জেরে চলছে রাজনৈতিক বিতর্ক।
এই পরিস্থিতিতে একটি সংস্থার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল ওই সংস্থায় কর্মরত ২৬ বছরের এক তরুণী চাটার্ড অ্যাকাউন্টেন্টের মৃত্যুর ঘটনাকে ঘিরে। ওই পেশাদারের মায়ের অভিযোগ, অতিরিক্ত সময় কাজ করানোর ফলে তাঁর মেয়ের মৃত্যু হয়েছে চাপ সামলাতে না পেরে। সূত্রের খবর, সংস্থাটির নাম Ernst and Young India। এই সংস্থায় চাটার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন আন্না সেবাস্টিয়ান পেরায়িল। আন্নার মৃত্যুর পরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আন্নার মায়ের অভিযোগের ভিত্তিতে। কেন্দ্রীয় শ্রম প্রতিমন্ত্রী এক্স হ্যান্ডেলের এখবর জানিয়েছেন।
বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর আন্নার মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আন্না সেবাস্টিয়ান পেরায়িলের এভাবে মৃত্যুর ঘটনা অতান্ত দুঃখজনক। প্রসঙ্গত, দেশের বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ শ্রম আইন সংশোধন করে ১২ ঘণ্টা করার জন্যে উদ্যোগ নেওয়ায় ইতিমধ্যে বিতর্ক চলেছে। কর্নাটকের বিভিন্ন তথ্য-প্রযুক্তি সংস্থা কর্মীদের কাজের সময় ১২ ঘণ্টার উপর করার প্রক্রিয়া চালানোয় চলেছে আন্দোলন।
Ernst and Young India নামে ওই সংস্থার চে্য়ারম্যান রাজীব মেমানিকে লেখা চিঠিতে আন্নার মা অনিতা অগাস্টাইন বলেছেন, সংস্থায় চাটার্ড অ্যাকাউন্টটেন্ট হিসেবে তাঁর মেয়ে চার মাস আগে যোগ দিয়েছিলেন। আন্নার মৃত্যুর জন্যে সংস্থার কর্মসংস্কৃতি দায়ী বলে তিনি অভিযোগ করেছেন। প্রসঙ্গত, ২৬ বছরের আন্নার এটিই প্রথম চাকরি।
Ernst and Young India নামে ওই সংস্থার তরফে বিবৃতি দিয়ে আন্নার মৃত্যুর ঘটনায় শোকজ্ঞাপন করা হয়েছে। উল্লেখ্য, আন্না ওই সংস্থায় যোগ দেন ২০২৪ সালের ১৮ মার্চ। এরপর তাঁকে প্রবল কাজের চাপের শিকার হতে হয়েছে টানা চার মাস। এই সংস্থায় কর্মরত মোট কর্মীর সংখ্যা এক লক্ষ।