খাস খবর ডেস্ক: পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে অবৈধভাবে আড়ি পাতা রাষ্ট্রদ্রোহিতার সামিল। আর সেই রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত খোদ দেশের সরকার-ই। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে একটি অভিযোগ আনছে। তারা জানাচ্ছে, ২০১৭ সালে ইজরায়েলের সঙ্গে ২০০ কোটি ডলারের এক দ্বিপাক্ষিক চুক্তিতে ফোনে আড়ি পাতার পেগাসাস স্পাইওয়্যার কেনে মোদী সরকার।
আরও পড়ুন: Beijing Olympic: উত্তপ্ত ইউক্রেন-প্রসঙ্গের মধ্যেই চিনে যাচ্ছেন পুতিন
এই চুক্তি ছিল এক প্রতিরক্ষা চুক্তি। যেখানে ইজরায়েলি ক্ষেপণাস্ত্রও কেনা হয়েছিল। অন্যদিকে পেগাসাস কিনে তা ব্যবহার করা বিরোধী নেতানেত্রীদের ফোনে আড়ি পাততে। এমনই অভিযোগ উঠেছিল ২০২০ সালে। মূলতঃ কংগ্রেস নেতারাই এ অভিযোগ করেন।
ইজরায়েলের এনএসও নামক একটি সংস্থা প্রায় এক দশক ধরে স্পাইওয়্যার বিক্রি করে আসছে বিভিন্ন দেশের গোয়েন্দা আইন প্রণয়নকারী সংস্থাগুলিকে। ‘দ্য ব্যাটল ফর দ্য ওয়ার্ল্ড’স মোস্ট পাওয়ারফুল সাইবারওয়েপন’ শীর্ষক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস দাবী করে, এভাবেই ২০১৭ সালের প্রতিরক্ষা চুক্তিতে ইজরায়েলি পরমানু অস্ত্রের পাশাপাশি পেগাসাস স্পাইওয়্যার-ও কিনেছিল ভারত।
আরও পড়ুন: পুতিনের কাছে যুদ্ধ না করার প্রমাণ চেয়ে পশ্চিমাদের নাক গলাতে নিষেধ ইউক্রেনের
স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে, যাকে বলে, ফেটে পড়ছে প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, “কেন ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধের অস্ত্র ব্যবহার করল মোদী সরকার? এ তো দেশের সঙ্গে শত্রুসুলভ আচরণ।” আরও বলেন, “আইনের উর্ধ্বে কেউই নয়। পেগাসাস ব্যবহার করে অবৈধ স্নুপিং রাষ্ট্রদ্রোহিতার সমান।”