28 C
Kolkata
Monday, May 23, 2022
Home জাতীয় খবর ঘুষ নেওয়ার অভিযোগে গ্যাস কর্পোরেশন GAIL-এর ডিরেক্টরসহ ৫ জনকে গ্রেফতার করল CBI

ঘুষ নেওয়ার অভিযোগে গ্যাস কর্পোরেশন GAIL-এর ডিরেক্টরসহ ৫ জনকে গ্রেফতার করল CBI

রঙ্গনাথন এবং মধ্যস্বত্বভোগী গৌর এবং কুমার ছাড়াও, সিবিআই এন রামকৃষ্ণন নায়ার, যিনি ঘুষ সংগ্রহ করেছিলেন তাঁকে গ্রেফতার করেছে। এছাড়াও ব্যবসায়ী সৌরভ গুপ্ত এবং তার পঞ্চকুলা-ভিত্তিক সংস্থা ইউনাইটেড পলিমার ইন্ডাস্ট্রিজ এবং আদিত্য বানসাল ও তার কোম্পানি কর্নাল-ভিত্তিক বানসাল এজেন্সির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।

নয়াদিল্লি: CBI গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL)-এর ডিরেক্টর (মার্কেটিং) ইএস রঙ্গনাথন ( E.S. Ranganathan)-কে ঘুষের মামলায় গ্রেপ্তার করেছে। তদন্তকারী সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই জানিয়েছে, অভিযুক্তদের ঘর থেকে তল্লাশির সময় কমপক্ষে ১.২৯ কোটি টাকা নগদ ও ১.৩০ কোটি টাকার সোনার গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

সিবিআই এর আগে GAIL দ্বারা বিপণিত পেট্রোকেমিক্যাল পণ্যগুলিতে ছাড়ের বিনিময়ে বেসরকারী সংস্থাগুলির কাছ থেকে ঘুষের দাবি এবং ঘুষ নেওয়ার অভিযোগে রঙ্গনাথন এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। রিপোর্ট অনুসারে, দিল্লির দুজন ব্যক্তি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিল। যাদের মাধ্যমে রঙ্গনাথন ঘুষ পেয়েছিলেন বলেই কথিত রয়েছে। এটাও অভিযোগ করা হয়েছে যে রঙ্গনাথন মধ্যস্বত্বভোগী পবন গৌর এবং রাজেশ কুমারের সঙ্গে “অপরাধী ষড়যন্ত্রে দুর্নীতি ও বেআইনি কার্যকলাপে লিপ্ত ছিলেন”। যিনি দিল্লির বাহুদরগড় রোড থাকা রিশব পলিকেম প্রাইভেট লিমিটেডের পরিচালকও।

আরও পড়ুন- Goa Election: ‘প্রধানমন্ত্রী দিল্লি সরকারকে সবচেয়ে সৎ প্রমাণ করেছেন’, গোয়াবাসীর মন পেতে নিজেদের স্বচ্ছ প্রমাণে মরিয়া কেজরিওয়াল

- Advertisement -

সিবিআই-এর অভিযোগ পবন গৌর এবং রাজেশ কুমার গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (GAIL) দ্বারা বিপণিত পেট্রো রাসায়নিক পণ্যগুলি ক্রয় কারী বেসরকারী সংস্থাগুলির কাছ থেকে ঘুষ নিয়ে রঙ্গনাথনের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিল। এই ধরনের একটি ঘুষ বিনিময়ের তথ্যের ভিত্তিতে, সিবিআই দলগুলি একটি ফাঁদ পেতেছিল। সেই পাতা ফাঁদেই দুই মধ্যস্বত্বভোগী গৌর এবং কুমার ধরা পরে। গ্রেফতার হওয়ার সময় তাঁদের কাছ থেকে রঙ্গনাথনের হয়ে সংগ্রহ করা প্রায় ১০ লাখ টাকার ঘুষ উদ্ধার করা হয়েছে বলেই জানিয়েছে সিবিআই।

আরও পড়ুন- রাজ্যের থানাগুলো গুন্ডাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে, বিস্ফোরক দাবি সাংসদের

উল্লেখ্য, রঙ্গনাথন এবং মধ্যস্বত্বভোগী গৌর এবং কুমার ছাড়াও, সিবিআই এন রামকৃষ্ণন নায়ার, যিনি ঘুষ সংগ্রহ করেছিলেন তাঁকে গ্রেফতার করেছে। এছাড়াও ব্যবসায়ী সৌরভ গুপ্ত এবং তার পঞ্চকুলা-ভিত্তিক সংস্থা ইউনাইটেড পলিমার ইন্ডাস্ট্রিজ এবং আদিত্য বানসাল ও তার কোম্পানি কর্নাল-ভিত্তিক বানসাল এজেন্সির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। CBI-এর মুখপাত্র আরসি যোশি জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থা দিল্লি-এনসিআর-এর আটটি জায়গায় তল্লাশি চালিয়েছিল যার মধ্যে দিল্লির ভিকাজি কামা প্লেসে রঙ্গনাথনের অফিস এবং নয়ডার সেক্টর ৬২-এ তাঁর বাসভবন রয়েছে। আরও অভিযোগ করা হয়েছে যে এই বিষয়ে এর আগে অভিযুক্তের কাছ থেকে অন্য এক ব্যক্তিও .৪০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন। পরবর্তী অনুসন্ধানগুলি দিল্লি, নয়ডা, গুরগাঁও, পঞ্চকুলা, কারনাল ইত্যাদিতে অভিযুক্তদের প্রাঙ্গনে পরিচালিত হয়েছিল। এই অভিযানে  এখনও পর্যন্ত ১.৩০ কোটি টাকা (আনুমানিক) নগদ উদ্ধার করা হয়েছে যার মধ্যে গুরগাঁও ভিত্তিক ব্যক্তিগত ব্যক্তির কাছ থেকে ৭৫  লক্ষ টাকা পাওয়া গিয়েছে।

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

সপ্তাহের শুরুতেই বড় ধামাক, বিপুল পতন সোনা-রুপোর দামে…

খাস ডেস্ক: বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি উড়িয়ে একটানা তিন-চার দিন ধরে বেড়েছিল সোনা-রূপোর দাম। কিন্তু এবার ফের স্বস্তি ফিরল মধ্যবিত্তের। আজ সোনার দামে বিপুল...

লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেও থাকতে পারছেন না, ফ্ল্যাট মালিকদের বিক্ষোভে শোরগোল নিউটাউনে

কলকাতা: নিউটাউনের সুখবৃষ্টি আবাসন। এলাকার একটি পরিচিত আবাসনগুলির মধ্যে একটি। লক্ষ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কেনার পরও কাজ সম্পূর্ণ না হওয়ায় থাকতে পারছিলেন না...

৯০ দিনে সর্বনিম্ন সোনার দর, গহনা কেনার আগে জেনে নিন আজ কলকাতায় কত…

খাস ডেস্ক: বিয়ের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি উড়িয়ে একটানা তিন-চার দিন ধরে বেড়েছিল সোনা-রূপোর দাম। কিন্তু এবার ফের স্বস্তি ফিরল মধ্যবিত্তের। গতকালই সোনা-রূপোর দামে বিপুল...

Hair Care: ঘরোয়া উপায়ে দ্বিগুন লম্বা করুন চুল, রইল টিপস

খাস ডেস্ক: এই গরমের দিন মানেই চুলের যত্ন (Hair care) নিয়ে বাড়তি চিন্তায় পড়তে হয় সকলেই। একে তো গরমের বিশ্রী ধুলো আর ঘাম, তার...

খবর এই মুহূর্তে

সৃষ্টির পাশাপাশি জগতকে ধ্বংস-ও করেন দেবী ভদ্রকালী, চিনে নিন তাঁকে

বিশ্বদীপ ব্যানার্জি: যিনি মরণের সময় জীবের মঙ্গল সাধন করেন, তিনি-ই ভদ্রকালী। সাধককে তিনি-ই অভীষ্টফল প্রদান করেন। "মার্কণ্ডেয় পুরাণ", "কালিকা পুরাণ" ইত্যাদিতে স্বয়ং মহিষাসুরমর্দিনী দুর্গাকেই 'ভদ্রকালী'...

রাস্তার ধারে সারি সারি খাবার, শহরে জমজমাট স্ট্রীট ফেস্টিভ্যাল

কালিম্পং: শহর মেতে উঠেছে জমজমাট স্ট্রীট ফেস্টিভ্যালে। রাস্তার ধারে সাজানো সারি সারি ফাস্ট ফুডের দোকান। বাঙালি থেকে অবাঙালি সকলেই চেটেপুটে খাচ্ছে সুস্বাদু খাবারগুলি। কালিম্পং...

ভারতে কি প্রবেশ করল ভয়ঙ্কর মাঙ্কিপক্স, আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার নির্দেশ মুম্বাই নাগরিক সংস্থার

মুম্বই: করোনার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন আতঙ্ক নিয়ে হাজির হয়েছে মাঙ্কিপক্স (Monkeypox Virus)। ইউরোপ সহ ১২টি দেশে ছড়িয়েছে সংক্রমণ। নতুন এই ভাইরাস...

নারী সুরক্ষায় জোর দিতে মহিলা কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: রাজ্যে মহিলা কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ সূত্রের খবর, এক লপ্তে ২ হাজার ২০ জন মহিলা কনস্টেবল...