খাদে বাস পড়ে মৃত্যু ২৫ জন বিয়েবাড়ি-যাত্রীর

0
18

খাস ডেস্ক: মহানবমীর রাতে সেজেগুজে, উপহার নিয়ে নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু, কে জানত পথে এমন বিপর্যয় ঘটবে? মঙ্গলবার রাতে বাস দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ২৫ জন বিয়েবাড়ি যাত্রীর। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়ালের ধুমাকোট এলাকায় সিমদি গ্রামের কাছে খাদে পড়ে যায় ৪০ জন যাত্রীবাহী একটি বাস।

- Advertisement -

হরিদ্বার পুলিশ সূত্রে খবর, লাল্ডাং জেলা থেকে বাসটি রওনা হয় এবং তার কিছুক্ষণ পরেই তাঁদের কাছে দুর্ঘটনার খবর আসে। রাতের অন্ধকারে দুর্ঘটনাগ্রস্তদের খাদ থেকে উদ্ধার করতে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। রাতভোর উদ্ধারকার্য চালিয়ে মোট ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তাঁদেরকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

কিন্তু দুর্ঘটনায় (Accident) মৃত্যু হয়েছে ২৫ জনের। এখনও উদ্ধারকার্য চালানো হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দফতর থেকে এদিন মৃতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে টুইট করা হয়েছে। সেইসঙ্গে দুঃখ প্রকাশ করেছেন উতরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে মৃত এবং আহতদের পরিবারকে যথাযথ সাহায্য করা হবে।