খাস ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা, মধ্যরাতে তেলেঙ্গানার মাহবুবনগর জেলার জাদচরলায় জাতীয় সড়ক 44-এ একটি সড়ক দুর্ঘটনা ঘটে। একটি সড়ক পরিবহন কর্পোরেশন (আরটিসি) বাস একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণ পুড়ে যায়।
দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। দুর্ঘটনার পরেই যাত্রীদের তাৎক্ষনিক বুদ্ধির কারণে অনেকের প্রাণ রক্ষা পায়। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ রাজ্যের আরটিসি বাসটি হায়দ্রাবাদ থেকে ধর্মভারম যাচ্ছিল। বুরেদ্দিপল্লী গ্রামের কাছে জাদচরলার কাছে সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসটিকে গ্রাস করে।
দুর্ঘটনার সময় বাসে ৩৬ জন যাত্রী ছিলেন। আহতদের প্রথমে যাদচরলা সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে মাহাবুবনগর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। গাড়ি দুটির গতিবেগ কত ছিল তাও খতিয়ে দেখা হবে। পুলিশ তদন্ত শুরু করেছে।