নয়াদিল্লি: বুল্লি বাই অ্যাপের মামলার মূল ষড়যন্ত্রকারী তথা নির্মাতাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের IFSO বিশেষ সেল। ওই যুবককে অসম থেকে আটক করা হয় ৷ পরে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতের নাম নীরজ বিষ্ণোই। এই সংবাদটি নিশ্চিত করেছেন ডিসিপি (আইএফএসও) কেপিএস মালহোত্রা। দিল্লি পুলিশের বিশেষ সেল অসম থেকে ‘বুল্লি বাই’-এর মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করেছে।
'Bulli Bai' app case: Main conspirator arrested by Delhi Police’s IFSO special cell from Assam pic.twitter.com/4IKBiBKC8d
— ANI (@ANI) January 6, 2022
এই সংবাদটি নিশ্চিত করে ডিসিপি (আইএফএসও) কেপিএস মালহোত্রা বলেছেন, “দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফএসও টিম অসম থেকে নীরজ বিষ্ণোই কে গ্রেফতার করেছে। ধৃত নিজেই গিটহাবের ‘বুলি বাই’-এর মূল ষড়যন্ত্রকারী, স্রষ্টা ও অ্যাপের প্রধান টুইটার অ্যাকাউন্ট হোল্ডার। ধৃতকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে।” এছাড়াও মুম্বাই পুলিশের আরও দাবি, অভিযুক্তরা তাদের টুইটার হ্যান্ডেলগুলিতে শিখ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত নাম ব্যবহার করে। যাতে তাদের পরিচয় সম্পর্কে লোকেদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়।
আরও পড়ুন-
এর আগে ‘বুলি বাই’ অ্যাপের সঙ্গে জড়িত মুম্বাই পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। যারা ‘নিলামের’ জন্য অনলাইনে মুসলিম মহিলাদের ছবি পোস্ট করত। এই মামলায় এর আগে শ্বেতা সিং, ১৮ বছর বয়সী মহিলা, যাকে পুলিশে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করে। এরপর বিশাল কুমার ঝা, যিনি ১২ শ্রেনীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করেছিল। এছাড়াও মায়াঙ্ক রাওয়ালকে (২১) বুধবার ভোররাতে উত্তরাখণ্ড থেকে গ্রেফতার করা হয় এই মামলায়।
Neeraj Bishnoi, arrested from Assam by Delhi Police Special Cell's IFSO team, is the main conspirator & creator of 'Bulli Bai' on GitHub & the main Twitter account holder of the app. He is being brought to Delhi: DCP (IFSO) KPS Malhotra pic.twitter.com/8ooktfVmbl
— ANI (@ANI) January 6, 2022
প্রসঙ্গত, গিটহাব সফ্টওয়্যার ব্যবহার করে এর আগে ‘সুল্লি’ নামে একটি অ্যাপ চালানো হত৷ যেখানে মহিলাদের নিয়ে আপত্তিকর এবং অসম্মানজনক পোস্ট করা হত ৷ এ নিয়ে জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানাকে একটি চিঠি লেখা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, ‘‘সুল্লির পর এ নিয়ে দ্বিতীয়বার গিটহাব সফ্টওয়্যার ব্যবহার করে একই ঘটনা ঘটল ৷ যা কঠোর থেকে কঠোরতম ভাষায় নিন্দা করা উচিত ৷’’