খাস ডেস্ক, কলকাতা: বর্তমানে বেসরকারি টেলিকম সংস্থাগুলির (Telecom companies) মোবাইল রিচার্জের (Mobile Recharge) দাম লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। ফলে অনেকেই ভাবছে বেসরকারি টেলিকম সংস্থাগুলি (Telecom companies) ছেড়ে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) নেওয়ার কথা। এই সময়েই বাজার ধরতে এবার ধামাকাদার অফার নিয়ে হাজির রাষ্ট্রয়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। যার পুরো নাম ভারত সঞ্চার নিগম লিমিটেড।
জিও (Jio), এয়ারটেল (Airtel), ভিআই (Vi)-এর মতো সংস্থাকে পিছনে ফেলে দিয়ে এবার মাত্র ২২৯ টাকার দারুন রিচার্জ প্ল্যান বাজারে এনেছে বিএসএনএল (BSNL)। পুরো ১ মাস গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুযোগ এই টাকায়। সেই সঙ্গে পাবেন প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধাও। সস্তার এই প্ল্যানটিতে থাকছে প্রতিদিন ১০০টি ফ্রি SMS। টানা ১ মাস এই সুবিধা উপভোগ করার কথা ভেবে বেসরকারি টেলিকম সংস্থাকে ফেলে বিএসএনএল (BSNL)-কে সংযোগ করতে চাইছে সাধারণ মানুষ।
এয়ারটেল (Airtel), জিও (Jio), ভিআই (Vi)-এর মতো সংস্থাগুলির সংযোগ ব্যবহারকারীদের বেশি অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে সুবিধা উপভোগ করার জন্যে। ঠিক সেই কারণে বিএসএনএল (BSNL)-এ সংযোগ করাতে চাইছে আম আদমি। এই সমস্ত সাধারণ মানুষের কথা ভেবেই অল্প টাকার প্ল্যান বাজারে নিয়ে এল বিএসএনএল (BSNL)। দারুন দুটি প্রিপেইড (Prepaid) প্ল্যানের ঘোষণা করল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)।
টেলিকম বাজারে জিও (Jio), এয়ারটেলের (Airtel) মতো বিএসএনএলের গ্রাহক সংখ্যাও কিছু কম নয়। আর সেই সমস্ত গ্রাহকদের সুবিধার্থেই ৫৮ ও ৫৯ টাকার দুটি রিচার্জ (Recharge) প্ল্যান বাজারে এনেছে কোম্পানি। সম্প্রতি বিএসএনএল (BSNL) 4G নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কোম্পানি কবে থেকে হাই স্পিড 4G নেটওয়ার্ক (4G Network) আনবে তা নিয়েও চলছে জল্পনা। প্ল্যান (Plan) দুটির মধ্যে ৫৮ টাকার প্ল্যানটি ডেটা ভাউচার বলতে পারেন। আর ৫৯ টাকার প্ল্যান হল রেগুলার সার্ভিস ভ্যালিডিটি প্ল্যান।
বিএসএনএল (BSNL) ৫৮ টাকার প্ল্যানে ২ জিবি ডেটা পাওয়া যাবে ৭ দিনের জন্য। তবে ডেটা শেষ হলে স্পিড কমে যাবে কিছুটা। এমন কোনও জায়গা যেখানে শুধু বিএসএনএল (BSNL) পরিষেবা পাওয়া যায়, সেখানে কাজে লাগবে এই রিচার্জ প্ল্যান। এছাড়াও যারা কম খরচে মোবাইল চালু রাখার জন্য রিচার্জ (Recharge) করতে চায় তারা ৫৯ টাকার প্ল্যানটি (Plan) নিতে পারেন। প্রাইমারি সিম জিও (Jio)/এয়ারটেল (Airtel) থাকলেও সেকেন্ডারি সিম হিসাবে অনেকেই বিএসএনএল (BSNL) ব্যবহার করতেই পারেন।