শ্রীনগর: পরিবার ছেড়ে দেশের মানুষকে রক্ষায় ব্রতী ভারতীয় সেনা। সামজিক যা কিছু অনুষ্ঠান রয়েছে সব থেকেই বাদ পরেন তাঁরা। দেশ মা’কে রক্ষা করাই যে তাঁদের একমাত্র মূল মন্ত্র। এখন চলছে শিতের উতসব। দেশের বিভিন্ন নানা নামে নানান উৎসব পালিত হয়। তেমনি অসমের জাতীয় উৎসব বিহুর অনন্দে মেতে উঠেছেন ভারতীয় জওয়ানরা। না পরিবাররে সঙ্গে নয় বরং হিমাঙ্কের নীচে থাকা তাপমাত্রায় সাদা বরফের চাদরের উপরেই সহকর্মীদের সঙ্গে আনন্দে মেতেছেন সেনারা। সেই সুন্দর মুহূর্তের ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সেনারা কাশ্মীরের কেরান গ্রামে হিমাঙ্কের তাপমাত্রার মধ্যে বিহু উদযাপন করেছে। সেই সঙ্গে তুষার আচ্ছাদিত পাহাড়ে সহকর্মীদের সঙ্গে মেতে উঠেছে নাচের তালে। বিএসএফ কাশ্মীরের ট্যুইটার হ্যান্ডেল থেকে তাঁদের বিহু উদযাপনের একটি ভিডিও টুইট করা হয়েছে।
যেখানে ক্যাপশানে লেখা হয়েছে,”পাহাড় এবং পর্বতমালা, তুষার ঝড়, হিমাঙ্কের তাপমাত্রা, এলওসি-তে ২৪ ঘন্টা নজরদারি , বাড়ি থেকে দূরে; এই সমস্ত কিছু বিএসএফ সেনাদের কেরান সেক্টর ফরওয়ার্ড এলাকায় এফডিএল-এ বিহু উদযাপন করার সময়ের নাচের আনন্দে বাধা দেয়নি।”
Mountains and mountains of snow, blinding blizzards, freezing temperatures, stress of 24 hours vigil #LoC , away from homes; this all didn’t deter BSF troops to dance few steps & celebrate #Bihu at FDL in #Keran Sector #ForwardArea .@PMOIndia @HMOIndia @BSF_India pic.twitter.com/65c1viqskU
— BSF Kashmir (@BSF_Kashmir) January 16, 2022
এই ছবি সামনে এসেছে টুইটারে প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও উধমপুরের দ্বারা শেয়ার করা একটি ভিডিওর পরেই। যেখানে যেখানে ভারী তুষারপাত এবং বাতাসের মধ্যে একজন ভারতীয় সেনাকে দাঁড়িয়ে সীমান্ত পাহারা দিতে দেখা গিয়েছে। সেই ভিডিও সকলের মন করেছে। ভারতীয় জওয়ানদের দেশের জন্য আত্মত্যাগের কথা অজানা নয়। তাঁরাই জখন অনাবিল আনন্দে মেতে ওঠে সেটাই মন কাড়ে সকলের।