শ্রীনগর: জম্মু-কাশ্মীরে তিন ধাপে নির্বাচন হবে । ভোট গ্রহণ হবে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর । ৪ অক্টোবর ভোটের ফল প্রকাশ হবে । এমনটাই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহার করা এই প্রথম হবে ভোট। ঠিক এই কারণেই জম্মু-কাশ্মীরের নিরাপত্তার উপর বিশেষ নজর দিয়েছে কেন্দ্র। বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী বৃহস্পতিবার জম্মু সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত বরাবর সামনের এলাকা পরিদর্শন করেছেন এবং সেনাদের অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেছেন বলেই কর্মকর্তারা জানিয়েছেন।
দলজিৎ সিং চৌধুরী জম্মু-কাশ্মীরের জমিতে দাঁড়িয়ে সেনাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শীর্ষ কর্মকর্তাদের দ্বারা নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত হন। সম্প্রতি বাহিনী প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি জম্মু সীমান্তে ডিজির প্রথম সফর। জম্মু-কাশ্মীরে সম্প্রতি সন্ত্রাসবাদ বৃদ্ধি পেয়েছে। পর পর হামলা হয়েছে সুরক্ষাকর্মীদের উপর। শহিদও হয়েছেন বেশ কয়েকজন। এই আবহেই হতে চলছে উপত্যকায় নির্বাচন। তাই ভোটের সময় যে কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ এড়াতে কোনও ব্যবস্থায় ত্রুটি রাখতে চাইছে না কেন্দ্র।
জম্মু-কাঠুয়া রেঞ্জের ডিআইজি, শিব কুমার শর্মা, পানসার সীমান্ত চৌকিতে দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে দেখা করেন এবং এই অঞ্চলে সেনা ও পুলিশের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা এবং সহযোগিতা নিয়ে আলোচনা করেন ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জম্মু ও কাশ্মীরে তিন-পর্যায়ের নির্বাচনের আগে সীমান্ত বেল্টে তাঁর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরক্ষাকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখা বরাবর তিন স্তরের নিরাপত্তা গ্রিড আরও জোরদার করা হচ্ছে বিএসএফ সেনা মোতায়েন এবং প্রায় ১০০০ সম্প্রতি প্রশিক্ষিত সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।