অতিমারির আতঙ্ক কাটিয়ে আবারও দিল্লিতে বইমেলা ও বঙ্গসংস্কৃতি উৎসব

0
101

সুমনা কাঞ্জিলাল:  দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দীর্ঘ তিনবছর পর অতিমারির আতঙ্ক কাটিয়ে রাজধানীর বুকে আবার বাংলা বইমেলা ও বঙ্গসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হল গত ২৪শে মার্চ থেকে ২৭ শে মার্চ।এবছর ছিল ঊনবিংশতম বাংলা বইমেলা ও সাহিত্য উৎসব। সাথে সেরা বাঙালি সম্মান অনুষ্ঠান।এই উৎসব আয়োজিত হল বেঙ্গল অ্যাসোসিয়েশনের নিজস্ব অডিটোরিয়াম মুক্তধারা প্রাঙ্গণে।

মেলায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, সাংসদ জহর সরকার, কবি সুবোধ সরকার, কবি সৈয়দ হাসমত জালাল, বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল প্রমুখ। বইমেলায় উপস্থিত ছিলেন অভিযান পাবলিশার্স-এর কর্ণধার মারুফ হোসেন, উদার আকাশ প্রকাশনের কর্ণধার ফারুক আহমেদ, সৃষ্টিসুখ প্রকাশনার কর্ণধার রোহান কুড্ডুস প্রমুখ। প্রতি বছরের মতো এবারও বইমেলায় বিশেষ আকর্ষণ ছিল ছোটদের অঙ্কন প্রতিযোগিতা এবং সকলের জন্য ক্যুইজ। এবারের বইমেলায় হাজির ছিলেন বেশ কয়েকটি নামী প্রকাশনা সংস্থা যেমন আনন্দ, দে’জ, অভিযান পাবলিশার্স, উদার আকাশ, সৃষ্টিসুখ, গুরুচন্ডালী, বইওয়ালা বুক ক্যাফে প্রমুখ।

- Advertisement -

আরও পড়ুন- Oscar 2022: অস্কারের মঞ্চে ব্রাত্য দিলীপ কুমার-লতা মঙ্গেশকর, ক্ষোভ নেটপাড়ায়

এবছর দিল্লি বইমেলার সেরা আর্কষণ ছিল দিল্লির কবি সাহিত্যিকদের বই উন্মোচন যেমন সমৃদ্ধ দত্তের ‘মন্দির মিস্ট্রি’ (সৃষ্টিসুখ) সৌরাংশু সিংহের ‘ময়দানি স্ক্র‍্যাপবুক’ (সৃষ্টিসুখ),আরাধনা জানার অমরবেলা (আনন্দ প্রকাশনী) চঞ্চল ভট্টাচার্যের ঘরে ফেরার ডাক (সৃষ্টিসুখ) ইন্দিরা দাশের ২৫টি গল্প একুশ শতক, প্রসেনজিৎ দাশগুপ্তের যোগী মত যা ইতিকথা (অভিযানে), মুন্সী মহম্মদ ইউনুসের ‘খুব ভুল হয়েছিল'(শাম্ভবী) প্রমুখ।

এই প্রথমবার বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিল্লির সেরা বাঙালি সন্মান অনুষ্ঠান হল। এই অনুষ্ঠানে এবছর সেরা বাঙালির সন্মান পেলেন বিদুষী কৃষ্ণা চট্টোপাধ্যায় বিস্ত, পদ্মশ্রী বিমানবিহারী দাস, শ্রী কুশল দাস, শ্রী দেবাশিস বাগচী, শ্রী গৌতম হোড়, শ্রী মদন ভঞ্জ, শ্রী শঙ্কর ভাণ্ডারী ও ডঃ তুষার রায়। বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্ত সমাপ্তি অনুষ্ঠানে বলেন যে প্রবাসে বাংলা ভাষার প্রচার ও প্রসারের জন্য বেঙ্গল অ্যাসোসিয়েশন বরাবরের মতো আগামীতেও দিল্লির বাঙালিদের পাশে থাকবে।