মুম্বই: বলিউডের চিত্র পরিচালক সুনীল দর্শন সম্প্রতি এক মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি ইউটিউবে তাঁর ছবি “এক হাসিনা থি এক দিওয়ানা থা” -র কপিরাইট লঙ্ঘনের দায়ে গুগলের সিইও সুন্দর পিচাই’য়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। সেইসঙ্গে টেক জায়ান্টের আরও ৫ জনের বিরুদ্ধেও।
দর্শনের অভিযোগ অনুযায়ী, ইউটিউবে তাঁর চলচ্চিত্রটি অবৈধভাবে আপলোড করা হয়। তিনি কাউকেই এই ছবির কপিরাইট বিক্রি করেননি কিংবা প্রকাশ করেননি। এদিকে ইউটিউবে ছবিটির লক্ষ লক্ষ ভিউ হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শন।
ইতিমধ্যেই গুগলের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ সম্মানের জন্য নির্বাচিত করেছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে এই অভিযোগ। “এক হাসিনা থি এক দিওয়ানা থা” -র লেখক, প্রযোজক, পরিচালক সবই সুনীল দর্শন। এই ছবিতে অভিনয় করেছেন শিব দর্শন, নাতাশা ফার্নান্দেজ এবং উপেন প্যাটেল।
আরও পড়ুন: ইউক্রেন-অস্থিরতার মাঝেই বিশ্বশান্তির বার্তা দিতে বিশেষ সম্মেলন, নেতৃত্বে ভারত
দর্শনের অভিযোগের ভিত্তিতে আদালত মুম্বই পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। দর্শনের আইনজীবী আদিত্য জানাচ্ছেন, “তাঁর মক্কেল ইউটিউব এবং গুগলের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তারা উপযুক্ত ব্যবস্থা নেয়নি।”