খাসডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ বলি অভিনেতা সেফ আলি খান (saif ali khan)। দারুন সাহসী একজন রাজনীতিবিদ রাহুল। তিনি জানেন কিভাবে কঠিন সময়ে সমালোচনাকে সামলাতে হয়। ‘আমার সাহসী ও সৎ রাজনীতিবিদদের পছন্দ’। বললেন শর্মিলা পুত্র
আরও পড়ুন : পরনে ছিল শুধু অন্তর্বাস, রাতে পার্টির পর দেহ উদ্ধার, ৩ বছর আগে বর্ধমান মেডিক্যালে ঘটেছিল এক রহস্যমৃত্যু
সম্প্রতি এক সংবাদমাধ্যম সেফ আলি খানের সাক্ষাৎকার নেয়। সেখানে দেশের রাজনীতিবিদ যেমন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, আপ প্রধান অরিবিন্দ কেজরিওয়াল সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হয়। জানতে চাওয়া হয়, এদের মধ্যে কারা সাহসী পলিটিশিয়ান যারা আগামীদিনে দেশকে নেতৃত্ব দিতে পারেন। উত্তরে সেফ বলেন, ‘এরা সকলেই সাহসী।‘ অতীতে তিনি যে ধরনের অসম্মানের সম্মুখীন হয়েছে সেই প্রসঙ্গ উঠতেই রাহুলের প্রশংসায় পঞ্চমুখ সেফ।
আরও পড়ুন : পোস্টমর্টেমের আগে ও পরে বার বার ছুটে গিয়েছিলেন সন্দীপের ঘরে, ব্যাখা চেয়ে পুর্ণাঙ্গ রিপোর্ট সিবিআই এর
রাহুল গান্ধী যা করেছেন তা অত্যন্ত আকর্ষণীয়। একসময় তিনি যা বলতেন ও যা করতেন সব কিছুতেই সমালোচিত হতেন। কঠিন পরিশ্রম করে রাহুল তাঁর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছেন। বললেন সেফ(saif ali khan)। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন এবং বলেছেন এটা ঠিক মি: গান্ধী তাঁর নিজের সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন এনেছেন। বলি অভিনেতা সেফ রাহুল গান্ধী সম্পর্কে যা বলেছেন প্রত্যেকটাই সত্যি।