লখনউ: ভারি বৃষ্টিতে ভাসছে দেশের একাধিক অংশ। কোথাও কথাও নেমেছে বিপর্যয়। টানা বৃষ্টিতে সমস্ত নদীর জলস্তর বেড়েছে । একটু এদিক ওদিক হলেই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টির মধ্যেই শুক্রবার অযোধ্যার সরযূ নদীতে ৯ জন তীর্থযাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গিয়েছে। তাতেই একজন নিখোঁজ হয়েছেন বলে জানা গিয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, স্থানীয় ডুবুরি এবং এসডিআরএফ কর্মীরা আটজনকে উদ্ধার করলেও কাশিশ নামে একজন ২৯ বছর বয়সী মহিলা নিখোঁজ রয়েছেন। অযোধ্যার সিনিয়র পুলিশ সুপার রাজ করণ নায়ার জানিয়েছেন, “নৌকাটি অন্য একটি নৌকার সঙ্গে সংঘর্ষের পর সেটি ডুবে যায়। নৌকাটিতে যারা ছিলেন তারা সবাই লাইফ জ্যাকেট পরেছিলেন। নিখোঁজ ব্যক্তিরও একটি লাইফ জ্যাকেট ছিল। উদ্ধারকারী দল তাকে খুঁজে বের করার চেষ্টা করছে ।” জানা গিয়েছে, নৌকাটি নদীতে বাঁক নিতে গেলে দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, শুক্রবার মহারাষ্ট্রের কোলহাপুর জেলার ইচালকারঞ্জিতে একই রকম দুর্ঘটনা ঘটে। কৃষ্ণা নদী পার হতে গিয়েই ট্রাক্টর উল্টে ৭ থেকে ৮ জন মানুষ নদীতে পড়ে যায়। জানা গিয়েছে, ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে জলের মধ্যে উল্টে যায়। নদীতে ট্রাক্টর উল্টে যাওয়ার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় জরুরি প্রতিক্রিয়া দল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স NDRF), যার একটি দল শিটোলে নিযুক্ত ছিল, তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর জন্য ঘটনাস্থলে তার কর্মীদের মোতায়েন করে। স্থানীয় কর্তৃপক্ষও দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করে।