শ্রীনগর: সামনেই রয়েছে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। যার প্রস্তুস্তি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২০১৯ সালে কেন্দ্র ৩৭০ ধারা প্রত্যাহার করার পর এই প্রথম নির্বাচন হবে উপত্যকায়। রাজনৈতিক দলগুলি যে যার মত করেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এই আবহেই বিজেপি আসন্ন জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের তিনটি ধাপের জন্য ৪৪ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করেও শীঘ্রই তা প্রত্যাহার করে নিয়েছে। যা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা।
বিজেপি সূত্র জানিয়েছে যে সংশোধনীর পরেই একটি নতুন তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী তালিকা সরিয়ে দেওয়ার বিজেপি ১৮ সেপ্টেম্বর প্রথম ধাপে ১৫ প্রার্থী, ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপে ১০ প্রার্থী এবং ১ অক্টোবর তৃতীয় ধাপে ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল। সরিয়ে দেওয়া তালিকায় টিকিট পাওয়া ১৪ জন মুসলিমের মধ্যে আটজনই জম্মুর মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন থেকে ছিলেন। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত বিজেপির রণকৌশলকেই প্রতিফলিত করেছে। শুধু তাই নয়, প্রত্যাহার করা তালিকায়, কাশ্মীর উপত্যকা থেকে দুজন কাশ্মীরি পন্ডিত মনোনীত হয়েছিলেন। অনন্তনাগ পূর্ব-শাঙ্গুস থেকে বীর সরফ এবং হাব্বাকাডাল থেকে অশোক ভাটকে টিকিট দিয়েছিল বিজেপি।
৪৪ জনের তালিকায় বিজেপি শুধুমাত্র একজন মহিলাকে প্রার্থীকে প্রার্থী করেছে। শগুন পরিহার, যিনি কিশতওয়ার থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন। তাছাড়া এসসি সংরক্ষিত চারটি আসন থেকে চার দলিত প্রার্থীকে টিকিট দেওয়া হয়েছিল। তবে বর্তমানে তালিকা প্রত্যাহার হয় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বাদ দেওয়ার কারণে , এমনটাই সূত্রের খবপ্র। ডাঃ নির্মল সিংকে বিল্লাওয়ার আসন থেকে বাদ দেওয়া হয়েছে, এবং জম্মু পশ্চিম আসন থেকে সাত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনে জেতাকেই মূল লক্ষ্য করতে কোনও চেষ্টার ত্রুটি রাখছে না বিজেপি। তাই ছোট কোনও ভুল একেবারেই চাইছে না গেরুয়া শিবির।