বেঙ্গালুরু: আরজিকর কাণ্ড নিতে গোটা দেশ উত্তাল। মেয়েদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন উঠছে সমস্ত জায়গাতেই। এই আবহেই সামনে আসছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। আরজিকরের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বাংলার তৃণমূল সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছে বিজেপি, ঠিক তখনই এক মহিলাকে যৌন হয়রানির জন্য কর্ণাটকের বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ৪৭ বছর বয়সী এক মহিলার অভিযোগের ভিত্তিতে কর্ণাটক বিজেপি নেতা অরুণ কুমার পুথিলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে মহিলা অভিযোগ করেছেন যে বিজেপি নেতা তাঁকে ২০২৩ সালের জুনে বেঙ্গালুরুর একটি হোটেলে যৌন নিপীড়ন করেছিলেন। সেই সময়ে বিজেপি নেতা ফটো, সেলফি এবং ভিডিও তুলেছিলেন এবং সেগুলি নিয়ে ব্ল্যাকমেল করছেন বলেও মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন। অভিযুক্তের বিরুদ্ধে দক্ষিণ কন্নড় জেলায় নথিভুক্ত এফআইআর-এ প্রতারণা, যৌন হয়রানি এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে।
অরুণ কুমার পুথিলা যিনি পুত্তুর বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বীকৃতি পেয়েছিলেন, পরে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তবে এই অভিযোগের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা বলেছেন এটি একটি মিথ্যা অভিযোগ এবং তিনি এই চক্রান্তটির শেষ পর্যন্ত গিয়ে খুঁজে বের করবেন। রাজনৈতিক বিরোধীরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেছেন বিজেপি নেতা।