ভোপাল: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিতর্ক চলছে সমগ্র দেস জুড়ে। প্রায় সকল বিরোধী রাজনৈতিক দল লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে। নিজের বক্তব্য পেশ করার জন্যেও একগুচ্ছ প্রচারমুলক কর্মসূচি নিয়েছে ভারতীয় জনতা পার্টি। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং জনসংখ্যাপঞ্জি-র সমর্থনে চলছে বিজেপির বাড়ি বাড়ি প্রচার।
এই অবস্থায় কেন্দ্রের আনা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে দল ছাড়লেন বিজেপি কাউন্সিলর। দলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং জনসংখ্যাপঞ্জি-র বিরোধিতা করতেই দল ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বিজেপির সদ্য প্রাক্তন এই কাউন্সিলর।
ঘটনাটি কংগ্রেসশাসিত রাজ্য মধ্যপ্রদেশের। আলোচিত ব্যক্তির নাম উসমান প্যাটেল। ওই রাজ্যের ইন্দোর পুরসভার খাজরানা এলাকার কাউন্সিলর তিনি। দলের সংখ্যালঘু শাখার প্রধান হিসেবে দায়িত্ব সামাল দিয়েছেন দীর্ঘদিন। সেই উসমান এখন দল ছেড়ে দিয়েছেন। দলত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রকৃত ইস্যু থেকে নজর ঘুরিয়ে রাখছে বিজেপি। এরা শুধুমাত্র সাম্প্রদায়িক রাজনীতি করে। জিডিপি ক্রমশ নিচের দিকে নামছে, মুদ্রাস্ফীতি বাড়ছে। কিন্তু বিজেপি নতুন আইন নিয়ে এসে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে।”
ইন্দোর শহরের বিজেপি সভাপতি গোপিকৃষ্ণার কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন উসমান প্যাটেল। দলের পুরনো নেতার পদত্যাগের বিষয়ে সভাপতি বলেছেন, “যে কেউ দলে যোগ দিতে পারেন এবং দলত্যাগ করতে পারেন। সবার সেই অধিকার রয়েছে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “উসমান প্যাটেল দলের প্রবীণ নেতা ছিলেন। তিনি দল ছাড়ছেন এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। জাতীয় স্বার্থে যে আইন আনা হয়েছে সেটা তিনি বোঝেননি।”