গুয়াহাটি: অস্ত্র-সহ আত্মসমর্পণ করল ৬৪৪ জঙ্গি৷ এরা সকলে অসমের নিষিদ্ধ আটটি সংগঠনের সদস্য৷ বৃহস্পতিবার রাজধানী গুয়াহাটিতে উচ্চ পুলিশকর্তাদের উপস্থিতিতে এই ৬৪৪ জঙ্গি আত্মসমর্পণ করে৷ পুলিশের হাতে তুলে দেয় ১৭০টি অস্ত্র৷ সেই সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালও৷
এই আটটি সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য হল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অসম(উলফা), ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড(এনবিএফবি), রাভা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট(আরএনএলএফ), কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন(কেএলও), সিপিআই(মাও), ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব বেঙ্গলি(এনএলএফবি)৷
বৃহস্পতিবার গুয়াহাটির জিএমসিএইচ স্টেডিয়ামে এতজন জঙ্গি আত্মসমর্পণ করে৷ আত্মসমর্পণকারী জঙ্গিদের জন্য সরকারের যে প্রকল্প রয়েছে তার সুবিধা যাতে এরা পায় সেটা নিশ্চিত করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷ অনেকদিন ধরেই নিষিদ্ধ সংগঠনগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছিল সরকার৷ কিছুদিন আগে নিষিদ্ধ এনডিএফবি’র সঙ্গে রাজ্য সরকার একটি চুক্তি স্বাক্ষর করে৷ রাজ্যে সবধরণের নিষিদ্ধ কার্যকলাপ বন্ধে এনডিএফবি চুক্তিবদ্ধ হয়৷
অসম পুলিশের ডিজি ভাস্করজ্যোতি মহন্ত জানান, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সবমিলিয়ে ৮টি সংগঠনের ৬৪৪ জঙ্গি আত্মসমর্পণ করেছে৷ রাজ্যে যাতে শান্তির পরিবেশ ফিরে আসে সেই কারণে সন্ত্রাসবাদীরা আত্মসমর্পণ করেছে বলে জানান তিনি৷