চণ্ডীগড়: জমে উঠেছে ক্ষমতা দখলের লড়াই। পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে চড়ছে পারদ। পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন চরণজিৎ সিং চান্নি এমনটাই ইঙ্গিত দিয়েছে হাইকমান্ড। কংগ্রেসের সঙ্গে টক্কর দিতে ময়াদনে নেমেছে কেজরিওয়ালের আম আদমি পার্টিও। আগাই জানানো হয়েছে আজ মঙ্গলবার আপ তাঁদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারে। এবার আপের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান (Bhagwant Mann )।
দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল আজ মঙ্গলবার পাঞ্জাব বিধানসভা নির্বাচনে তার দলের মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর পদে থাকার লড়াইয়ে এগিয়ে ছিলেন ভগবন্ত মান। সেটাই হয়েছে। পাঞ্জাবের AAP প্রধান এবং সাংরুরের সাংসদ ভগবন্ত মানকে গত ১৩ জানুয়ারী কেজরিওয়াল সবচেয়ে দীর্ঘ নেতা হিসাবে বর্ণনা করেছিলেন। সেখান থেকেই শুরু হয়েছিল জল্পনা। কেজরিওয়াল অবশ্য তাদের পছন্দের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম দেওয়ার দায়িত্ব পাঞ্জাবের জনগণের ওপর দিয়েছিলেন। রাজ্য ইনচার্জ রাঘব চাড্ডা এবং ভগবন্ত মান-এর উপস্থিতিতে, কেজরিওয়াল ১৩ জানুয়ারী মো হালিতে ‘জনতা চুনেগি আপনা সিএম’ ড্রাইভ চালু করেছিলেন। যেখানে বলা হয়েছিল ভোটের মাধ্যমে বেছে নেওয়া হবে আপের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীকে।
জনগণকে মুখ্যমন্ত্রী বাছার দায়িত্ব দেওয়া যে একটি রাজনৈতিক খেলা সেটা সকলের কাছেই স্পষ্ট। পাঞ্জাবের মানুষের কাছে পৌঁছানোর জন্যই এই একধাপ এগিয়ে কেজরিওয়াল এই সিদ্ধান্ত নিয়েছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। জনগণের কাছে পৌঁছাতে আপ সকলের কাছে অনুরোধ করেছিল যে, ভোটাররা তাঁদের পছন্দের মানুষকে ভোট দেওয়ার জন্য 70748-70748 নম্বরে টেলি-ভোটিং সিস্টেম ব্যবহার করেন। ১৭ জানুয়ারি পর্যন্ত মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন বলেই উল্লেখ করা হয়েছিল। গতকাল সোমবারেই সেই ভোট শেষ হয়েছে। আপের দাবি এই ভোটিং-এ ২২ লক্ষ মানুষ সাড়া দিয়েছেন। রাজ্যের মানুষের বিচাররে কথা মাথায় রেখেই আজ কেজরিওয়াল ঘোষণা করল পাঞ্জাবে তাঁদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম।
উল্লেখ্য, ভগবন্ত মানকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা প্রসঙ্গে কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন যে, “প্রায়শই দেখা যায়, কোনো কোনো দলে রাজনীতিবিদদের আত্মীয়-স্বজনদের মুখ্যমন্ত্রীর মুখ করা হয়। ভগবন্ত মান আমাদের খুব প্রিয়। তিনি আমার ছোট ভাই এবং দলের সবচেয়ে দিরগ নেতা। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাকেই মুখ্যমন্ত্রীর মুখ করা উচিত। তবে তিনি বলেছিলেন যে জনগণ তাদের মুখ্যমন্ত্রী বেছে নেবে।”