কলকাতা: ওয়ানাড যেন মৃত্যুপুরী। ঈশ্বরের দেশ বলা হয় যে কেরলকে সেখানে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে সেখানের পরিস্থিতি খতিয়ে গিয়েছিলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে। সেখান থেকে ফিরেই দুই তৃণমূল নেতা জানালেন বাংলা রয়েছে কেরলের পাশে। শনিবার ভূমিধসে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করে দুর্গতদের সঙ্গে কথা বলেছেন তাঁরা। সেই কথাই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ।
দুই তৃণমূল সাংসদ ভূমিধ্বসে কেরলের মধ্যে সবথেকে বেশি বিপর্যস্ত এলাকা মেপ্পাডিতেও গিয়েছিলেন। সেখানের মেডিক্যাল ক্যাম্প এবং স্থানীয় সরকারি হাসপাতালে থাকা আহতদের সঙ্গে দেখা করেন। দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ওয়ানড় ট্র্যাজেডি বিধ্বংসী এবং হৃদয়বিদারক। আমরা এখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে এবং তাদের জানাতে এসেছি যে আমরা এবং বাংলা তাঁদের পাশে আছে।” সুস্মিতা দেব লিখেছেন, “ওয়ানড়ের ভয়ংকর বিপর্যয়ের সঙ্গে লড়ার জন্য বিশাল শক্তির প্রয়োজন। আমরা জেলাশাসকের সঙ্গে কথা বলেছি। আমরা আহতদের পাশে থাকার বার্তা দিয়েছি ।”
My colleague @SushmitaDevAITC & I are in Wayanad, Kerala, this morning on directions of our Chairperson @MamataOfficial.
The human tragedy in Wayanad has been devastating & heartbreaking.
We’re here to meet the affected families & let them know that we & Bengal are with them.
— Saket Gokhale MP (@SaketGokhale) August 3, 2024
Firefighting this colossal catastrophe in #Wayanad needs huge strength.
We met the District Collector for a briefing.
Will visit victims & people affected.
We assured them of the support of our leader @MamataOfficial @SaketGokhale @AITCofficial pic.twitter.com/PC7swv6M9E— Sushmita Dev সুস্মিতা দেব (@SushmitaDevAITC) August 3, 2024
ওয়ানাড কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রাক্তন সংসদীয় এলাকা। গত সোমবার রাতে পর পর চারটি ভূমিধ্বসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু এলাকা। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। সেনাবাহিনী উদ্ধার কাজে হাত লাগিয়েছে। চলছে উদ্ধার অভিযান। সেই আবহেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন,”“মানবিক কারণে আমরা ২ সাংসদকে ওয়ানড়ে পাঠাচ্ছি। তাঁরা দুদিন থাকবেন। মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।”