মুম্বই: আগামিকাল ও শনিবার ব্যাংক ধর্মঘট হচ্ছেই৷ বৃহস্পতিবার জানিয়ে দিল ব্যাংক কর্মচারি ইউনিয়নগুলি৷ শুক্র ও শনি গোটা দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ খোলা থাকবে না এটিএমও৷ এর ফলে আগামী দু’দিন চরম ভোগান্তির শিকার হতে হবে গ্রাহকদের৷
সমাধানসূত্র বের করতে ধর্মঘটী কর্মী-অফিসারদের ইউনিয়নের সঙ্গে এদিন বৈঠকে বসেছিল অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন৷ কিন্তু বৈঠকে কোনও রফাসূত্র বের না হওয়ায় শেষ অবধি ধর্মঘটের সিদ্ধান্তে অটল থাকেন কর্মীরা৷
মোট ন’টি ইউনিয়নের ডাকা ব্যাংক ধর্মঘটের জেরে পরিষেবা ব্যাহত হবে বলেই আশঙ্কা৷ শুক্র ও শনি ব্যাংক বন্ধ থাকছে৷ তার পরের দিন রবিবার৷ ফলে তিনদিন টানা ব্যাংক বন্ধ থাকবে৷ ধর্মঘটের জেরে এটিএমও বন্ধ থাকবে৷ ফলে দু’দিন টাকা তুলতে গিয়েও সমস্যা পড়বেন গ্রাহকরা৷ ধর্মঘটের সমর্থনে রয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন, অল ইন্ডিয়া ব্যাংক অফিসারস কনফেডারেশন, অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল অগানাইজেশন অব ব্যাংক ওয়াকার্স৷
একগুচ্ছ দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মী ইউনিয়নগুলি৷ যার মধ্যে রয়েছে বেতন বৃদ্ধির দাবি৷ ইউনিয়নগুলির দাবি, ১৫ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে৷ কিন্তু উর্ধ্বধন কর্তৃপক্ষ ১২ শতাংশের বেশি বেতন বৃদ্ধিতে রাজি হয়েছে৷ তা মানতে নারাজ কর্মী- অফিসারদের সংগঠনগুলি৷