খাস ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠনের আগে প্রতিবেশী বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনাও ঘটেছে। তবে বহুক্ষেত্রে মুসলমান সম্প্রদায়ের মানুষজন তাঁদের রক্ষা করেছেন।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শনিবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। শনিবার তিনি বলেছেন, বাংলাদেশে অশান্তির পরে সেদেশ থেকে কোনও হিন্দু ভারতে প্রবেশ করেননি। বাংলাগেশের বাসিন্দা হিন্দুরা বাংলাদেশে থেকেই লড়াই চালিয়ে যাচ্ছেন। গত একমাস ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এটাই।
অন্যদিকে, বাংলাদেশের বাসিন্দা মুসলমান সম্প্রদায়ের নাগরিকদের একাংশের সম্পর্কে উল্টো মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, গত একমাসে বাংলাদেশ থেকে ৩৫জন মুসলমান অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করেছেন। এঁদের গ্রেফতারও করা হয়োছে।
তবে হিমন্ত বিশ্বশর্মা এই মন্তব্য করার পাশাপাশি একথাও বলেছেন, যে সমস্ত বাংলাদেশি মুসলমান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন ওঁরা কেউ অসমে প্রবেশ করেননি। ওই অনুপ্রবেশকারীরা বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটোরে বস্ত্র কারখানায় কাজ করতে ভারতে প্রবেশ করেছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
এর পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা আর্জি জানিয়োছি বাংলাদেশের বাসিন্দা হিন্দু নাগরিকদের নিরাপত্তায় যেন অন্তর্বর্তী সরকার যথাযথ ব্যবস্থা নেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পেশ করা রিপোর্ট অনুসারে, বাংলাদেশের ৬৪টি জেলার ভিতর ৫২টি জেলায় সেদেশের বাসিন্দা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যালঘু নাগরিকদের একাংশ আক্রান্ত হয়েছেন।