লখনউ: কপাল জোরে প্রাণ রক্ষা। এমনিরতেও বৃষ্টির জেরে দেশজুড়ে একাধিক দুর্ঘটনার খবর সামনে আসছে। হচ্ছে প্রাণহানিও। এর মধ্যেই ঘটল আরও এক দুর্ঘটনা। জানা গিয়েছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের একটি বেসরকারি স্কুলে বারান্দার একটি অংশ ধসে পরে ৪০ জন শিশু আহত হয়েছে। যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজ্যের বারাবাঙ্কি অঞ্চলের আওয়াধ একাডেমি স্কুলে। সকালে সমাবেশ চলাকালীন স্কুলের বারান্দায় ছাত্র-ছাত্রীরা জড়ো হয়েছিলেন। সেই সমইয়েই ওই স্কুলে বারান্দার একটি অংশ ধসে পরে। তারপরেই স্কুল চত্বর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। এই ধসের খবর শহরে ছড়িয়ে পড়লে স্থানীয় পুলিশের পাশাপাশি এলাকার মানুষের ভিড় জমে যায়। বারাবাঙ্কির পুলিশ সুপার দীনেশ সিং বলেন, “সকালের সমাবেশের সময়, অনেক শিশু বারান্দায় এসে পড়েছিল এবং বারান্দার ভিত্তি অবশ্যই দুর্বল ছিল, যে কারণে এটি ভেঙে পড়েছিল।”
আহত শিশুদের জেলা হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে যেখানে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। ধসে পড়া বারান্দার ধ্বংসস্তূপের নিচ থেকে অনেক শিক্ষার্থীকে বের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে । শিশুদের মুখ, ঘাড়, হাত ও পায়ে আঘাত লেগেছে বলেই জানা গিয়েছে।