নয়া দিল্লি: দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। ইতিমধ্যেই দিল্লি পুলিশ এক অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১১.৪৫ নাগাদ জেএনইউ-এর পিএইডি ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাঁটছিলেন। সেইসময়েই ক্যাম্পাসের ভিতর থেকেই বাইকে করে এক যুবক এসে তার সঙ্গে অশ্লীল ব্যবহার করে। মেয়েটি চিৎকার করলে অভিযুক্ত বাইকে করে ফের ক্যাম্পাসের ভিতর চলে যায়।
খবর পেয়ে পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ঘটনাস্থলে যান ডিসিপি গৌরব শর্মা এবং এসএইচও বসন্ত কুঞ্জ। শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত যুবককে এখনও শনাক্ত করা যায়নি। তবে তদন্ত শুরু করেছে পুলিশ।
গতকালের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জেএনইউ-এর পড়ুয়ারা বিকেল ৫ টায় ক্যাম্পাস চত্বরে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করেছে।
জেএনইউ-তে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই ধরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। দেশের অন্যতম প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম জেএনইউ। সেখানেই বারবার শ্লীলতাহানির অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নিরাপত্তা।