খাসডেস্ক: গত শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছিলেন অতিশী (ATISHI)। ৪৮ ঘণ্টা পর, সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করলেন তিনি। হাতে আর মাত্র মাস ছয়েক সময়। অনুমান করা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচন হবে। তাই স্বল্প মেয়াদের জন্য দিল্লির মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হলেন অতিশী।
আরও পড়ুন: মেঘ কাটিয়ে রোদ্দুর, পুজোর পাতে রূপোলি শস্যে মজবে বঙ্গবাসী
দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেও মুখ্যমন্ত্রীর চেয়ারটি খালি রেখে দিলেন তিনি। যে চেয়ারে অরবিন্দ কেজরিওয়াল বসতেন। কেজরিওয়ালের পাশের একটি চেয়ারে বসে অতিশী রামায়ণের উদাহরণ টানলেন। যেখানে অরবিন্দ কেজরিওয়ালকে রামের সঙ্গে তুলনা করে অতিশীকে বলতে শোনা গেল, “আজ আমার অবস্থা ভরতের মতো। যিনি শ্রী রামচন্দ্রের বনবাসকালে রামের পাদুকালয় সিংহাসনে রেখে অযোধ্যা শাসন করতেন। একই উদ্যমে আগামী ৪ মাস আমি দিল্লি শাসন করব”। পাশাপাশি দৃঢ় বিশ্বাসী অতিশী জানালেন আগামীদিনে দিল্লির মানুষ ফের অরবিন্দ কেজরিওয়ালকে ক্ষমতায় ফিরিয়ে আনবেন।
“এই চেয়ার অরবিন্দ কেজরিওয়ালের। আমি শুধুমাত্র ফেব্রুয়ারি মাস পর্যন্ত রয়েছি। যতদিন না পর্যন্ত দিল্লির মানুষ তাঁকে ক্ষমতায় ফেরাচ্ছেন, ততদিন এখানেই অরবিন্দ কেজরিওয়ালের চেয়ারটি থাকবে। তাঁর ফেরার অপেক্ষা করবে”। দিল্লির অষ্টম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী (ATISHI)। শপথ নেওয়ার দিন তাঁর ক্যাবিনেটে যোগদান করেছেন আরও পাঁচ। কেজরিওয়ালের মন্ত্রিসভায় অতিশী মোট ১৪ টি দফতরের দায়িত্বে ছিলেন। অর্থ, রাজস্ব, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরে তাঁকে রাখা হয়েছিল। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর এমন কাণ্ডে মুখ খুলেছেন দিল্লি বিজেপি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেভা।। সচদেভা জানিয়েছেন এমন কাণ্ড সাংবিধানিক রীতিনীতি ভঙ্গ করা ও মুখ্যমন্ত্রীর অফিসকে অপমান করার সামিল।