খাসডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন অতিশী সিং দিল্লি আবগারি মামলায় জামিনের ২ দিন পর অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। আপামর দিল্লিবাসীর উদ্দেশে তিনি জানান, মানুষের রায় পাওয়ার পর তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পদে ফের আসীন হবেন। শপথ নেওয়ার পূর্বে অতিশী (atishi) ও বাকি বিধায়করা কেজরিওয়ালের সঙ্গে সাক্ষা করেন।
অতিশীর সঙ্গে সঙ্গে দিল্লির পাঁচ বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সুলতানপুর মাজরার বিধায়ক মুকেশ আলাওয়াট, গোপাল রাই, ইমরান হুসেইন, কৈলাশ গেহলট ও সৌরভ ভারদ্বওয়াজ মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। সুষমা স্বরাজ ও শীলা দীক্ষিতের পর অতিশী দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী। কাল কাজির বিধায়ক অতিশী কেজরিওয়ালের প্রাক্তন মন্ত্রীসভার একাধিক দায়িত্বে ছিলেন। সেপ্টেম্বরে ২৬ ও ২৭ তারিখে ৭০ জন বিধায়কের দিল্লি বিধানসভায় তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
আরও পড়ুন: বিরুপাক্ষ-অভিককে কি আজকেই মুখোমুখি বসিয়ে জেরা?
বিভিন্ন বিষয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগা কিংবা কেজরিওয়াল জেলে যাওয়ার পর দলের হয়ে সুর চড়ানো কিংবা কেজরির অনুপস্থিতিতে আপের দুর্গ সামলানো সবেতেই পারদর্শিতা দেখিয়েছেন অতিশী (atishi)। তবে বিতর্ক থেকে দুরে থাকতে পারেননি তিনি। নেপথ্যে তাঁর নিজের নাম। দিল্লির শিক্ষামন্ত্রী ও ভাবী মুখ্যমন্ত্রীর পুরো নাম অতিশী মারলেনা সিং। মারলেনা শব্দটি অবশ্যই তাঁর পিতৃদত্ত। মারলেনা নামটি আসলে মার্কস ও লেনিনের নাম থেকে অনুপ্রাণিত। দিল্লির রাজনীতিতে অতিশীর উত্থানের সময় বিশেষ করে ২০১৯ এর লোকসভা ভোটের আগে তাঁর নামকে অস্ত্র করে বিরোধীরা বলতে থাকেন আপের সঙ্গে থাকলেও আদতে তিনি বামঘেঁষা। গুজব আটকাতে শেষপর্যন্ত তিনি নিজের নাম থেকে মারলেনা শব্দটি বাদ দেন।