
নয়া দিল্লিঃ ফের বিতর্কে নাম জড়াল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) । সংসদে অবমাননাকর শব্দ ব্যবহারের অভিযোগ মহিলা সাংসদের বিরুদ্ধে। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদেরা।
মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালীন মহুয়ার বক্তব্যের শেষে বক্তব্য রাখছিলেন টিডিপি নেতা রামমোহন নাইডু। সেই সময় উঠে দাঁড়িয়ে আচমকা একটি মন্তব্য করে বসেন তৃণমূল সাংসদ। আর তা থেকেই বিতর্কের সূত্র পাত। সেই সময় অধ্যক্ষের আসনে থাকা সাংসদ ভর্তৃুহারি মাহতাব। তিনিও মহুয়ার মন্তব্যের বিরোধিতা করেন। বলেন, “অত্যন্ত অপমানজনক শব্দ ব্যবহার করেছেন সাংসদ। আমি সংসদ বিষয়ক মন্ত্রীকে বলব তৃণমূলের সঙ্গে কথা বলতে।“কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, ‘মহুয়া মৈত্রের ক্ষমা চাওয়া উচিত (mohua moitra should be apolozised)। আমি ক্ষমা চাইতে বলব। তারপরও যদি তিনি ক্ষমা না চান, তাহলে বুঝব, এটা ওই দলের সংস্কৃতি।’
আরও পড়ুন :প্রকাশ্যে হামলা, ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত প্রার্থী, এলাকায় আধা সামরিকবাহিনী মোতায়েন
বেশ কয়েকদিন ধরে আদানি ইস্যু নিয়ে সংসদ উত্তাল। এদিন আদানি গ্রুপের শেয়ার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, মহুয়ার (Mahua Moitra) প্রশ্ন, এই ব্যাপারে সেবি চুপ করে আছে কেন? এরপর সাংসদ বলে বসেন, “সব সময় প্রশ্ন তোলা হয় মহুয়ার পিছনে কে আছে? আসলে মহুয়ার পিছনে কেউ নেই, মহুয়া সত্যের পিছনে আছে।“
TMC MP Mahua Moitra heard using unparliamentary language in the House as TDP MP K Ram Mohan Naidu speaks in Lok Sabha during the Motion of Thanks on the President’s Address https://t.co/JhKyI9lCOs
— ANI (@ANI) February 7, 2023
আর তা নিয়েই শুরু হয় জোর বিতর্ক। যদিও এ ব্যাপারে নির্বিকার তৃণমূল নেত্রী তথা সাংসদ। প্রশ্ন করা হলে নেত্রীর নির্বিকার উত্তর, ‘আমি বক্তব্য রেখেছি মাত্র। কে, কী বলছে, তা নিয়ে আমি চিন্তিত নই।’