খাস ডেস্ক: বিহার সরকার রাজ্যের থানাগুলোতে ২০ শতাংশ মহিলা অফিসার(Bihar Police) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ঐতিহাসিক। এখবর জানিযেছেন বিহার পুলিশের ডিজিপি আর এস ভাট্টি। বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিহার পুলিশের ডিজিপি আরএস ভাট্টি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। খুব শীঘ্রই নিয়োগ বিহার রাজ্য পুলিশ বিভিন্ন থানায় নিয়োগ করবেন ওই মহিলা পুলিশ অফিসারদের।
বর্তমানে বিহার পুলিশে কর্মরত ৩০ হাজার মহিলা পুলিশকর্মী হিসেবে কাজ করছেন। সূত্রের খবর, এঁদের মধ্যে ৬ হাজার পুলিশকর্মীকে রাজ্যের বিভিন্ন থানায় অফিসার হিসেবে নিয়োগ করা হবে।
রাজ্য সরকার জানিয়েছে, কর্মরত অবস্থায় মৃত্যু হলে মৃত পুলিশকর্মীদের ক্ষতিপূরণের পরিমাণ ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১.৫ কোটি টাকা করা হচ্ছে। এজন্যে রাজ্য পুলিশের কল্যাণ তহবিল থেকে টাকা বরাদ্দ করা হবে বলে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সূত্রের খবর, বর্তমানে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন খানাগুলোতে ২২৩জন মহিলা অফিসার হিসেবে কাজ করছেন। এই সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে।
বিহার পুলিশে যে মহিলা অফিসাররা কাজ করছেন তাঁদের মধ্যে ১৫ হাজার মহিলা পুলিশের পদোন্নতি হবে রাজ্য সরকারের নিয়ম মেনে।
২০২০ সালের ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট অনুসারে, বিহার রাজ্য পুলিশে প্রতি ৪জন মহিলা পুলিশকর্মীর মধ্যে একজন মহিলা। দেশের সমস্ত রাজ্যের মধ্যে বিহার পুলিশে সর্বোচ্চ সংখ্যক মহি্লা পুলিশকর্মী হিসেবে কাজ করছেন। বিহার পুলিশে নিযুক্ত মহিলা পুলিশকর্মীর সংখ্যা ২৫.৩ শতাংশ। সেই সংখ্যা আরও কিছুটা বাড়ল।
বিহারের পরই যে রাজ্যগুলো মহিলা পুলিশকর্মী নিয়োগে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী সেই দুই রাজ্যের মধ্যে রয়েছে হিমাচলপ্রদেশ ও তামিলনাডু়। সূত্রের খবর, হিমাচলপ্রদেশে মহিলা পুলিশকর্মী ১৯.২ শতাংশ। আর তামিলনাড়ুতে মহিলা পুলিশকর্মীর সংখ্যা ১৮.৫ শতাংশ।