গুয়াহাটিঃ নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠী উলফা (আই) প্রায় ১৯টি জায়গায় বিস্ফোরক রাখার দাবি করেছিল। সেই ঘটনার পরেই অসম পুলিশ স্বাধীনতা দিবসে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেই সময়েই উদ্ধার হয়েছে “সন্দেহজনক জিনিসপত্র”। এই ঘটনা সামনে আসার পরেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বলেছেন যে গুয়াহাটি সহ কয়েকটি শহর এবং শহরে “সন্দেহজনক জিনিসপত্র” পাওয়া গিয়েছে এবং সেখানে সার্কিট এবং ব্যাটারি থাকলেও সেখানে কোনও ডিভাইস ছিল না।
বোমার হুমকির বিষয়ে জানতে চাইলে, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি জঙ্গি গোষ্ঠীকে অসমের উন্নয়নে বাধা না দেওয়ার এবং আলোচনার মাধ্যমে তাদের যে কোনো সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার উলফা (আই) একটি বিবৃতি প্রকাশ করার পরে পুলিশ পদক্ষেপ শুরু হয়, দাবি করে যে অসম জুড়ে ১৯টি জায়গায় বোমা স্থাপন করা হয়েছিল এবং “প্রযুক্তিগত ত্রুটির” কারণে সেগুলি বিস্ফোরিত করা যায়নি৷ জঙ্গি গোষ্ঠীটি জানিয়েছে যে তারা স্বাধীনতা দিবস উদযাপনের বিরোধিতা করতে বোমাগুলি স্থাপন করেছিল। অসম পুলিশ গুয়াহাটি, লখিমপুর, শিবসাগর এবং আরও কয়েকটি জায়গায় কুকুর এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড দিয়ে তল্লাশি চালায়।
Assam Police has carried out extensive searches throughout the State today for Explosive devices. At two places in Guwahati suspicious articles were found which were opened by Bomb Disposal Squad of Police. These articles do not have ignition device inside through some circuits…
— GP Singh (@gpsinghips) August 15, 2024
পুলিশের ডিরেক্টর জেনারেল জিপি সিং বলেছেন, সন্দেহজনক জিনিস পাওয়া গিয়েছে এবং সেগুলোর ভেতরের উপাদান ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তিনি এক্স হ্যান্ডেলে বলেছেন,” অসম পুলিশ আজ রাজ্য জুড়ে বিস্ফোরক ডিভাইসের জন্য ব্যাপক তল্লাশি চালিয়েছে। গুয়াহাটির দুটি স্থানে সন্দেহজনক জিনিস পাওয়া গেছে যা পুলিশের বোম্ব ডিসপোজাল স্কোয়াড খুলেছে। এই নিবন্ধগুলির ভিতরে ইগনিশন ডিভাইস নেই, যদিও কিছু সার্কিট এবং ব্যাটারি দেখা যাচ্ছে ভিতরের পদার্থটিকে ফরেনসিক/রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বিশেষ সুবিধায় টাটা গ্রুপের বিনিয়োগের কথা বলেছিলেন এবং সেমিকন্ডাক্টর চিপগুলির পরীক্ষার জন্য এবং উলফা (আই) -কে রাজ্যের উন্নয়নের পথে বাধা হয়ে না আসার আহ্বান জানান।