
নয়াদিল্লি: পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে চড়ছে পারদ। সমস্ত রাজ্যেই ক্ষমতা ধরে রাখা ও ক্ষমতা দখলের লড়াই চলছে জোর কদমে। গোয়ায় ক্ষমতা দখলের জন্য ময়দানে নেমেছে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। আগামী মাসেই নির্বাচন রয়েছে গোয়াতে। প্রচাররে ময়াদে বিরোধীদের টেক্কা দিতে রবিবার গোয়ায় প্রচারের জন্য অরবিন্দ কেজরিওয়াল নয়া নীতি স্থির করেছেন। গোয়াবাসীর মন পেতে বলেছেন, প্রধানমন্ত্রী দিল্লি সরকারকে সবচেয়ে সৎ প্রমাণ করেছেন।
দিল্লিতে তাঁর সরকার কতটা সৎ সেই রেকর্ড গোয়াবাসীর কাছে তুলে ধরতেই নতুন অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সরকারের ভুল খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে কেজরিওয়াল তাঁর প্রেস ব্রিফিং শুরু করেছেন বিজেপিকে আক্রমণ শানিয়ে। বলেছেন, গোয়ায় ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে সরকারি পদ পূরণের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন। সেই সঙ্গে তাঁর দল আপ (AAP) গোয়ায় ক্ষমতা এলে ঠিক কি কি করবে সেই কথাও তুলে ধরেন। কেজরিওয়াল বলেছেন, AAP ক্ষমতায় এলে গোয়াতে “সুযোগের সমতা” নিশ্চিত করবে। আপ প্রধানের কথায় তাঁরা উপকূলের রাজ্যে দুর্নীতিমুক্ত সরকার গড়বেন।
আরও পড়ুন- রাজ্যের থানাগুলো গুন্ডাদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে, বিস্ফোরক দাবি সাংসদের
আম আদমি প্রধানের কথায়, “দিল্লিতে আমরা এটি করেছি… একটি শংসাপত্র প্রদান করেছিলেন প্রধানমন্ত্রী মোদী, যিনি আমার উপর, উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার উপর অভিযান চালিয়েছিলেন… সিবিআই, পুলিশ দ্বারা অভিযান চালানো হয়েছিল। তারা একটি কমিশন গঠন করেছিল আমাদের বিরুদ্ধে ৪০০ টি ফাইল পরীক্ষা করার জন্য… কিন্তু তারা একটিও ভুল খুঁজে পায়নি।” এর সঙ্গে নিজের দলকে স্বচ্ছ প্রমানের জন্য কেজরিওয়াল আরও বলেছেন, “সুতরাং… এটি প্রমাণ করে AAP সবচেয়ে আন্তরিক এবং সৎ দল। যদি আমাদের গোয়াতে সরকার গঠনের অনুমতি দেওয়া হয়, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এটি একটি সৎ সরকার হবে।”
আরও পড়ুন- ভাঙন অব্যাহত বিজেপিতে, পুরভোটের মুখে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর,
তবে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল একমাত্র বিরোধী নেতা নন যিনি দাবি করেছেন যে ক্ষমতাসীন বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি দিয়ে সমালোচক এবং প্রতিদ্বন্দ্বীদের আক্রমণ করতে ব্যবহার করছেন৷ যাই হোক, আজ রবিবার গোয়ায় সাংবাদিকদের সম্বোধন করে, কেজরিওয়াল গোয়ার ভোটারদের জন্য একটি ১৩ দফা তালিকা তৈরি করেছেন। যারা আগামঈ১৪ ফেব্রুয়ারিতে একক-পর্যায়ের ভোটে একটি নতুন সরকার বেছে নেবেন। তালিকায় বেকারত্ব এবং দুর্নীতির আশ্বাস, সেইসঙ্গে উন্নত জনস্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা, এবং বিদ্যুতের সরবরাহ সম্পর্কে AAP প্রতিশ্রুতি দিয়েছে।