চণ্ডীগড়: পাঞ্জাব দখলই এখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে এক মাত্র লক্ষ্য। সেই যুদ্ধেই এখন ঝাঁপিয়েছে আম আদমি পার্টি। এবার রাজ্যবাসীর মন পেতে নয়া বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। শনিবার আম আদমি পার্টি (AAP ) প্রধান বলেছেন যে ধর্মান্তরকরণের বিরুদ্ধে একটি আইন করা উচিত তবে কাউকে অন্যায়ভাবে হয়রানি করা উচিত নয়।
আপ প্রধানের কথায়, ধর্ম একটি ব্যক্তিগত বিষয়। জলন্ধরে একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় কেজরিওয়াল বলেছিলেন,”ধর্ম একটি ব্যক্তিগত বিষয়। প্রত্যেকেরই ঈশ্বরের উপাসনা করার অধিকার রয়েছে। ধর্মান্তরকরণের বিরুদ্ধে অবশ্যই একটি আইন প্রণয়ন করা উচিত তবে এর মাধ্যমে কাউকে অন্যায়ভাবে হয়রানি করা উচিত নয়। তাদের ভয় দেখিয়ে ধর্মান্তর করা ভুল।” AAP-এর জাতীয় আহ্বায়ক আরও বলেন, প্রত্যেকেরই তাদের পছন্দ অনুসারে পূজা করার অধিকার রয়েছে। তিনি বলেন, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্য জোরপূর্বক ধর্মান্তরকরণ নিয়ন্ত্রণের জন্য আইন এনেছে। অসমের মতো আরও বেশ কয়েকটি রাজ্যও একই রকম আইনের কথা ভাবছে।
তবে গত বছর, কেন্দ্রীয় সরকার, লোকসভায় একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময়, বলেছিল যে দেশে আন্তঃধর্মীয় বিবাহ বন্ধ করার জন্য একটি কেন্দ্রীয় ধর্মান্তর বিরোধী আইন প্রণয়নের কোন পরিকল্পনা নেই। আরও বলা হয়েছিল যে এই ধরনের আইনগুলি রাজ্য সরকারগুলি জন্য উদ্বেগজনক।
প্রসঙ্গত, পাঞ্জাবে ক্ষমতায় আসতে কেজরিওয়াল ভোটমুখী রাজ্যে কেজরিওয়াল প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে, AAP সরকার ক্ষমতায় গেলে ডোরস্টেপ ডেলিভারি পরিষেবা এবং মহল্লা ক্লিনিক শুরু করবে। আপ প্রধান বলেছেন, “আমরা ১৬০০০ ক্লিনিক করব এবং পাঞ্জাবে হাসপাতাল সংস্কার করব।” কেজরিওয়াল বলেছেন পাঞ্জাবে আপকে ক্ষমতায় আনলে রাজ্যবাসী দিল্লির মতো, পাঞ্জাবের বাসিন্দা সমস্ত সুবিধা পাবে। দিল্লির মুখ্যমন্ত্রী বলেছিলেন৷ কেজরিওয়াল বলেছেন, AAP ক্ষমতায় আসার পরে পাঞ্জাবে কোনও নতুন কর আরোপ করা হবে না৷
আরও পড়ুন- Video: ১০ যাত্রীকে নিয়ে নদীতে নৌকা উল্টে নিখোঁজ দুই, প্রকাশ্যে সেই রোমহর্ষক ভিডিও
জানিয়ে রাখা ভাল, পাঞ্জাবে ১১৭ টি আসনে ভোট হবে এক দফায়। আগামী ২০ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। রাজ্যের মানুষ দিল্লির মুখ্যমন্ত্রী ও তাঁর দলের দেওয়া প্রতিশ্রুতির উপর আস্থা রাখেন কিনা তা বোঝা যাবে আগামী ১০ মার্চ ফল প্রকাশের পরেই।