নয়াদিল্লি: কথায় বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম৷ অর্থাৎ ভালো কাজের শুরু হোক বাড়ি থেকে৷ সেই মতো বাড়ি থেকেই ডেঙ্গু অভিযানে নেমে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷
বর্ষার মরশুমে দিল্লিতে ডেঙ্গুর বাড়বাড়ন্ত দেখা দেয়৷ গত বছর দিল্লিতে ২ হাজারের বেশি মানুষের ডেঙ্গু ধরা পড়েছিল৷ মারা যান দু’জন৷ কিন্তু সরকারের পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের নিরিখে গত বছর ডেঙ্গুর তেমন প্রকোপই দেখা দেয়নি দিল্লিতে৷ এর একমাত্র কারণ, লাগাতার প্রচার৷ ব্যাপক প্রচার ও সচেতনার কারণে ২০১৯ সালে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়৷
অথচ ২০১৫ সালে দিল্লিতেই ১৫ হাজারের বেশি ডেঙ্গু কেস ধরা পড়েছিল৷ মৃত্যু হয় ৬০ জনের৷ গত বছরের মতো এবছরও সাফল্যের ধারা বজায় রাখতে সময় থাকতে আগে থেকেই ডেঙ্গু নিয়ে অভিযানে নেমে পড়লেন অরবিন্দ কেজরিওয়াল৷
দিল্লি সরকার ডেঙ্গু রোধে দশ সপ্তাহ ব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে৷ এই দশ সপ্তাহ ধরে লাগাতার ডেঙ্গুর বিরুদ্ধে প্রচারাভিযান চালানো হবে৷ সেই প্রচারাভিযানের শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই৷ রবিবার বাড়ির ভিতরে জমে থাকা জল পরিস্কার করেন কেজরিওয়াল৷ সেই ছবিও টুইট করা হয়৷
কেজরিওয়াল লেখেন, দিল্লির মানুষ ফের ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু করে দিল৷ গত বছর দু’কোটির বেশি মানুষ ডেঙ্গুকে হারিয়ে দেয়৷ তাই আজ থেকে আবার ১০ সপ্তাহ যুদ্ধ শুরু হোক৷ বাড়িতে কোথাও জল জমে আছে কিনা আমি চেক করছি৷ আপনারাও চেক করুন৷ এই বছরেও আমাদের ডেঙ্গুকে হারাতেই হবে৷
दिल्ली के लोगों ने एक बार फिर डेंगू के ख़िलाफ़ जंग की शुरुआत कर दी है, अगले 10 हफ़्ते चलने वाले इस महाअभियान में आज पहले रविवार को मैंने भी अपने घर में जमा साफ़ पानी को बदला और मच्छर पैदा होने की सम्भावना को खत्म किया। #10Hafte10Baje10Minute
हर रविवार, डेंगू पर वार pic.twitter.com/RSp5m7X1Q2— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 6, 2020