পাঠানকোট: বিগত একদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে জম্মু-কাশ্মীর। দফায় দফায় চলছে গুলির লড়াই। শনিবারেই ৬জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এর মধ্যেই ফের পাঞ্জাবের পাঠানকোটের সীমান্তবর্তী জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। দুদিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৪ জওয়ান।
জানা গিয়েছে, সোমবার জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার বিল্লাওয়ারে সন্ত্রাসবাদীরা সেনা কনভয় হামলা চালালে চার সেনা জওয়ান নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানিয়েছে, জঙ্গির একটি পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে এবং গুলি ছুড়ে। এদিকে হামলার পর ওই অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।প্রাথমিক আক্রমণ বন্ধ করা হয়েছে এবং একটি এনকাউন্টার চলছে বলেই সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে। জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় দুটি পৃথক এনকাউন্টারে ছয় সন্ত্রাসী নিহত হওয়ার ২৪ ঘন্টা পরে আজকের আক্রমণটি হল। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা টা খুঁজে বের করতে চলছে তল্লাশি অভিযান। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল সীমান্তবর্তী এলাকা পাঠানকোট ভারতীয় সেনাবাহিনীর শক্ত ঘাঁটি।
উল্লেখ্য, শনিবার শুরু হওয়া এনকাউন্টারে একজন প্যারা-ট্রুপার সহ দুই জওয়ান শহিদ হয়েছেন। আরও এক জওয়ান আহত হয়েছেন। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ সমন্বিত নিরাপত্তা বাহিনী যখন একটি অনুসন্ধান অভিযান শুরু করে তখন মোদেরগাম গ্রামে প্রথম এনকাউন্টার শুরু হয়। তারপর আরোও একটা এনকাউন্টার শুরু হয়।