নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে নতুন করে মাথা চাড়া দিয়েছে সন্ত্রাসবাদ। সেনার উপর হচ্ছে একের পর হামলা। যদিও সেই সঙ্গেই সন্ত্রাসবাদ দমন অবহ্যত রয়েছে। তবে জঙ্গি নিকেশ করতে গিয়ে জঙ্গিদের গুলিতে শহিদ হচ্ছেন জওয়ানরা, যাদের মধ্যে অফিসারও রয়েছেন। এই আবহেই সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ শনিবার জম্মু সফরে যাচ্ছেন। উপত্যকায় ক্রমবর্ধমান সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে সেখানে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন।
জানা গিয়েছে, সেনাপ্রধানকে নিরাপত্তা বাহিনীর আয়ত্তে থাকা এলাকা সম্পর্কে ফরমেশন কমান্ডাররা ব্রিফ করবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র জানিয়েছে, সেনাপ্রধান সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করবেন এবং সীমান্ত এলাকা পরিদর্শন করবেন। সূত্র আরও জানিয়েছে যে ৫০ টিরও বেশি জায়গায় এবং পাহাড়ী এলাকায় আরও জওয়ানদের মোতায়েন করা হবে । উপত্যকায় অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের উপর নজর রাখতে ফোলিজ পেনিট্রেশন রাডার ব্যবহার করা হবে। সেনা সূত্রে খবর জম্মু অঞ্চলে প্রায় ৫৫ জন সন্ত্রাসবাদী সক্রিয় রয়েছে।
ভারতীয় সেনাবাহিনী এখন ওই অঞ্চলে বিপুল পরিমাণে সেনা পুনরায় মোতায়েন করছে। গোয়েন্দা সূত্রে খবর জঙ্গিরা যারা উচ্চ প্রশিক্ষিত এবং এলাকায় প্রচুর পরিমাণে অনুপ্রবেশ করেছে। ভারতীয় সেনাবাহিনী সেখানে উচ্চ প্রশিক্ষিত পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করার জন্য জনি প্রায় ৫০০ প্যারা কমান্ডো মোতায়েন করেছে। এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের গ্রিডও শক্ত করা হয়েছে । সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই ২০০ টিরও বেশি সাঁজোয়া গাড়ি এলাকায় মোতায়েন করেছে। যেকোন সন্ত্রাবাদী হামলা মোকাবেলায় এলাকায় ২০০টিরও বেশি সুরক্ষিত যানবাহন মোতায়েন করা হয়েছে এবং সেনারা শুধুমাত্র এই যানবাহনে অপারেশনের জন্য এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কারণ কয়েকদিন আগেই জম্মুর কাঠুয়াতে সেনা কনভয়ে হামলা চালায়। তাতেই এক অফিসার সহ ৫ জওয়ান শহিদ হয়েছিলেন।