নয়াদিল্লি: শুক্রবার মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি ভেঙে পরে। শিবাজির ৩৫ ফুটের বিশালাকার মূর্তি প্রধানমন্ত্রী মোদী উন্মোচন করেছিলেন । বিজেপি শাসিত রাজ্যে এই ঘটনা নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিলেন। সেই ঘটনার জন্য এবার নিজে প্রকাশ্যে জনসভায় ক্ষমা চেয়েছেন।
পালঘরে একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “ ২০১৩ সালে বিজেপি আমাকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে নাম দিয়েছে। আমি প্রথম কাজটি করেছিলাম রায়গড়ে ছত্রপতি শিবাজি মহারাজের সমাধিতে ভক্ত হিসেবে বসেছিলাম এবং নতুন যাত্রা শুরু করেছিলাম।” এর পরেই তিনি বলেন, “ছত্রপতি শিবাজি মহারাজ আমাদের কাছে শুধু একটা নাম নয়। আজ আমি মাথা নত করে আমার ভগবান ছত্রপতি শিবাজি মহারাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।” তিনি আরও বলেন, “আমাদের মূল্যবোধ আলাদা, আমরা সেই মানুষ নই যারা ভারত মাতার মহান সন্তান, এই ভূমির সন্তান বীর সাভারকারকে গালিগালাজ ও অপমান করে চলে। তারা ক্ষমা চাইতে প্রস্তুত নয়, তারা আদালতে গিয়ে লড়াই করতে প্রস্তুত।” ২৬ আগস্ট ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫ ফুটের মূর্তি ভেঙে পড়া নিয়ে বিতর্কের মধ্যেই প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়া সামনে এসেছে।
সামুদ্রিক প্রতিরক্ষা এবং নিরাপত্তায় মারাঠা নৌবাহিনী এবং ছত্রপতি শিবাজী মহারাজের উত্তরাধিকারকে সম্মান করার লক্ষ্যে সিন্ধুদুর্গে প্রথমবারের মতো নৌবাহিনী দিবস উদযাপনের অংশ হিসাবে গত বছরের ৪ ডিসেম্বর মূর্তিটি উন্মোচন করা হয়েছিল। তবে তার ৮ মাসের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ঘটনার পরেই, কংগ্রেস প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছিল, এবং ক্ষমা চাওয়ার দাবি করেছিল। মুম্বই কংগ্রেসের প্রধান বর্ষা গায়কওয়াড়কে বলেছিলেন, “ছত্রপতি শিবাজি মহারাজ যিনি সমগ্র মহারাষ্ট্র এবং ভারতে পূজিত হন, যাকে আমরা ‘জনতার রাজা’ বলি, তাঁর মূর্তিটি মালভানের রাজকোট দুর্গে তৈরি করা হয়েছিল, যার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ প্রথমেই আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই৷ মোদী জি আরব সাগরে ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির জন্য যে ভূমি-পূজন করেছিলেন সে সম্পর্কে।”