নয়াদিল্লিঃ বিশ্বে সবথেকে শক্তিশালী সেনবাহিনীর মধ্যে রয়েছে ভারতীয় তিন বাহিনী। এক নামে কাঁপে শত্রুরাও। এমন কোনও জায়গা নেই যেখানে ভারতীয় সেনার পা পরেনি। দুর্গম আর হয়না বলে কোনও শব্দ নেই ভারতীয় সেনাবাহিনীর অভিধানে। সেই ভারতীয় বিমান বাহিনী করল বিশেষ কাজ। ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী সফলভাবে একটি স্বদেশী পোর্টেবল হাসপাতালকে ১৫ হাজার ফুট থেকে প্যারাড্রপ করেছে বলেই প্রতিরক্ষা মন্ত্রক (MoD) জানিয়েছে।
এই ট্রমা কেয়ার কিউবগুলি ‘ভীষ্ম’ (BHISHM) প্রকল্পের (Bharat Health Initiative for Sahyog Hita and Maitri) অধীনে দেশীয়ভাবে তৈরি করা হয়েছিল। আরোগ্য মৈত্রী হেলথ কিউব নামে পরিচিত, এই স্বদেশী ট্রমা কেয়ার “কিউবস” – “বিশ্বের প্রথম পোর্টেবল হাসপাতাল” যা মাঠে ট্রমা কেয়ার সুবিধা স্থাপন করতে ব্যবহৃত হয় । এমনকি সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও জীবন বাঁচায়। প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা অফিসিয়াল বিবৃতি অনুসারে, এই অপারেশনটি মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ (এইচএডিআর) দ্বারা ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলিতে গুরুত্বপূর্ণ সরবরাহ সরবরাহের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণের অংশ হিসাবে ক্ষতিগ্রস্ত এলাকায় গুরুত্বপূর্ণ সরবরাহ প্রদানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে এই অপারেশনটি পরিচালিত হয়েছিল। আইএএফ তার ইউএস-অরিজিন উন্নত কৌশলগত পরিবহন বিমান C-130J সুপার হারকিউলিস ব্যবহার করে একটি নির্দিষ্ট স্থানে সঠিকভাবে “কিউব” এয়ারলিফ্ট করে।