খাস ডেস্ক: নিজের জীবনের তোয়াক্কা না করে ওয়েনাডে (Wayanad) বাঁচিয়েছেন প্রায় ১০০ জনের প্রাণ। শতাধিক মানুষের জীবন বাঁচালেও নিজের প্রাণ বাঁচাতে পারলেন না। ধসে (Landslide) চাপা পড়ে মৃত্যু হল ওয়ানাডের সেই হিরোর। পেশায় এক রিসর্টের (Resort) শেফ (Chefs) বছর ছত্রিশের প্রজিশ এগিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য।
গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিতে ধস (Landslide) নামতে পারে আশঙ্কা করেছিলেন এক রিসর্টের (Resort) শেফ (Chefs) প্রজিশ। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় প্রজিশ তাঁর গ্রামের বেশ কয়েকটি বাড়ি থেকে অন্য এক নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছিল প্রায় ১০০ জন মানুষকে। এরপরই তাঁর গ্রামের বাড়ির দিকে ফিরে এসেছিল আবারও স্থানীয় মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ঠিক সময়ই ঘটল বিপত্তি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ ফের একবার ধস (Landslide) নামে। সেই সময় প্রজিশ গাড়ি নিয়ে নিজের গ্রামে ফিরে বেশ কয়েকজন মানুষকে উদ্ধার করতে গিয়েছিল। কিন্তু তা আর সম্ভব হয়নি, অবশেষে নিজেই ধসে চাপা পড়ে যায়। প্রজিশ যে রিসর্টে (Resort) শেফের (Chefs) কাজ করতেন সেখানের এক কর্মী বলেন, “প্রজিশ অত্যন্ত সাহসী ছিল। কখনও সে নিজের জন্য ভাবেনি। নিজের জীবনের তোয়াক্কা করেনি কোনোদিনই। ধস নামতেই সকলকে সতর্ক করেছিল প্রজিশ। তবে তাঁর তৎপরতায় ১০০ জনের জীবন বেঁচে গিয়েছে। কিন্তু নিজেই বেঁচে ফিরল না আর।”