নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের জন্য বন্ধ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি মাসের শেষের রেডিও অনুষ্ঠান “মন কি বাত”। তিন মাসের বিরতির পর তৃতীয়বার ক্ষতায় ফিরে আজ মাসের শেষ রবিবার পুনরায় সেই চেনা ছন্দে ফিরলেন নমো। নির্বাচন থেকে ভারতের বিশ্বকাপ জয় সব কথাই শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।
তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম রেডিও অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই বিজেপি সরকারকে আরও একবার দেশের মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে জনগণ সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অটুট আস্থা রেখেছে। নমো বলেছেন, “আজ আমি দেশবাসীকেও ধন্যবাদ জানাই যে তারা আমাদের সংবিধান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের অটুট আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। এত বড় নির্বাচন আর কোনো দেশে হয়নি। যে বিশ্বে ৬৫ কোটি মানুষ তাদের ভোট দিয়েছে।”
এদিন পরিবেশের জন্য গাছ লাগানোর কথাও বলেন। স্মরণ করেন তাঁর মাকে । মন কি বাত’ অনুষ্ঠানে মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। আমি আমার মায়ের নামে একটি গাছও লাগিয়েছি। আমাদের সকলের জীবনে মায়ের মর্যাদা সর্বোচ্চ। মাতৃভূমিরও যত্ন নিন। তিনিও আমাদের মায়ের মতো আমাদের যত্ন নিন।” নমোর কথায়, প্রধানমন্ত্রী মোদী বলেন, “পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক মায়ের সঙ্গে। আমাদের সবার জীবনে মায়ের মর্যাদা সবথেকে বেশি। একজন মা প্রতিটি দুঃখ সহ্য করেও তার সন্তানকে লালন-পালন করেন। প্রতিটি মা তার সন্তানের প্রতি স্নেহ-মমতা পোষণ করেন। আমাদের জন্মদাত্রী মায়ের এই ভালোবাসা আমাদের সবার ঋণের মতো যা কেউ শোধ করতে পারবে না।” তাই দেশবাসীকে তাদের মায়ের জন্য একটি করে গাছ লাগানোর কথা বলেন। আরও একবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য ভারতের গোটা দলকে শুভেচ্ছা জানিয়েছেন।