
নয়া দিল্লি: ‘মোদী সারনেম’ বিতর্ক মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে সুরাট আদালত। খারিজ করা হয় তাঁর সাংসদ পদ। এবার কংগ্রেস নেতাকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হল।
২০০৪ সালে সাংসদ পদে নির্বাচিত হওয়ার পর দিল্লির ১২, তুঘলক লেনে একটি সরকারি বাংলো রাহুল গান্ধীর জন্য নির্ধারিত করা হয়। সোমবার একটি বিজ্ঞপ্তিতে রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আগামী ২২ এপ্রিলের মধ্যে এই সরকারি বাংলো ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ, তেতে উঠছে তিলজলা, সাত বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ
২০১৯ সালে সভায় প্রধানমন্ত্রীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই মামলায় গত সপ্তাহে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। এরপরই লোকসভায় তাঁর সাংসদ পদ খারিজ হয়। প্রতিবাদে সরব হয় কংগ্রেস সমর্থকেরা। দেশের বিভিন্ন প্রান্তে নানাভাবে বিক্ষোভ দেখায় তাঁরা। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। পাশাপাশি, সুরাট আদালতের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, সাংসদ পদ খারিজ হওয়ার পর নিজের টুইটার বায়োতে নিজেকে ‘Dis’qualified MP’ হিসেবে উল্লেখ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।