খাস ডেস্ক: সারা দেশে নারীর প্রতি যৌন নির্যাতন-সহ নানা ধরনের অসামাজিক কাজের রমরমা। প্রভাবশালী কিংবা রাজনৈতিক নেতাদের একাংশ নারী নিগ্রহ-সহ নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন। সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক অবনতি ঘটেছে, একথা বলার অপেক্ষা রাখে না।
রাজধানী দিল্লিও নিরাপদ নয়। বৃহ্স্পতিবার রাতে দিল্লিতে আফগান-বংশোদ্ভুত এক ব্যবসায়ীকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। খুনের ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির জিকে ওয়ান এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ জানিয়েছে, হত্যাকারীর হদিশ পেতে গোয়েন্দারা তৎপর।
তবে শুক্রবার এপর্যন্ত দুষ্কৃতীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নাদির শাহ। তিনি একটি জিমের মালিক। গোয়েন্দা সূত্রের খবর, নাদির শাহকে গুলি করে হত্যা করার পরে অভিযুক্ত মোটরসাইকেলে চেপে এলাকা থেকে চম্পট দিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই তথ্য জানা গেলেও এখনও দুষ্কৃতীর পরিচয় জানা যায়নি।
কী কারণে নাদির খুন হলেন, গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছেন, নাদির শাহের দুবাইতে ব্যবসা রয়েছে। ওর বিরুদ্ধে অপরাধমূলক একাধিক মামলাও রয়েছে। বেশ কিছুদিন ধরে পুলি্শের ইনফর্মার হিসেবে কাজ করছিলেন তিনি। এজন্যে দিল্লি পুলিশের একাধিক আধিকারিকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
সূত্রের খবর, দক্ষিণ দিল্লির জিকে ওয়ান এলাকায় বেশ কিছুদিন ধরে সমাজবিরোধীদের মধ্যে লড়াই চলছিল। এর জেরে এলাকায় ছিল উত্তেজনা। সমাজবিরোধী গোষ্ঠীগুলোর নিজস্ব গোলমালে নাদির শাহকে গুলি করে খুন করা হতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা।