খাস ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দিয়েছেন। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চলছে জল্পনা। এই পরিস্থিতিতে সমাজকর্মী আন্না হাজারে মুখ খুললেন। আন্না হাজারে যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা কেজরিওয়ালের বিপক্ষে গিয়েছে।
মহারাষ্ট্রের আহমেদনগরে সমাজকর্মী আন্না হাজারে বলেছেন, তিনি চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল যেন রাজনীতিতে যোগ না দেন। এব্যাপারে কেজরিকে বারবার সতর্ক করেছিলেন। তবে কেজরি সেকথা শোনেননি। গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে একদা শিষ্য অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে যে মন্তব্য করেছেন তাতে কেজরি যে রাজধানীর টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে খানিক বিপাকে পড়বেন, সেকথা বলার অপেক্ষা রাখে না। তবে এনিয়ে এপর্যন্ত পাল্টা কোনও প্রতিক্রিয়া জানাননি কেজরিওয়াল।
একসময়ে দিল্লিতে চলা দুর্নীতি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। ওই আন্দোলনে আন্নার সহযোগী ছিলেন কেজরিওয়াল। অতীতে দিল্লির রামলীলা ময়দানে চলা ওই আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে এদিন আন্না হাজারে বলেছেন, আমি্ কেজরিওয়ালকে বলেছিলাম যেন রাজনীতির জগতে পা না রাখেন। তবে কেজরি সেকথায় কর্ণপাত না করে উল্টো কাজ করেছেন। আন্না হাজারে এও বলেছেন, বর্তমানে যা ঘটছে তা অনিবার্যই ছিল। আমি জানি না কেজরির হৃদয়ে কী রয়েছে।
দিল্লির আম আদমি পার্টি পরিচালিত সরকারের আবগারি নীতি দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে অরবিন্দ কেজরিওয়ালকে সংশোধনাগারে আটক ছিলেন। এই দুর্নীতি সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, একসময়ে আমরা দিল্লিতে যে আন্দোলন করেছিলাম সেখানে মদ বিক্রির বিরোধিতা করা হয়েছিল। কেজরিও ওই আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন। পরে কেজরি উল্টো পথে হেঁটেছেন। এজন্য আমি হতাশ।