নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে রাজ নৈতিক মহলে কম চর্চা হয়নি। এমনকি দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিবাদের ছবিও সামনে এসেছে। নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়ার পরই দিল্লির কংগ্রেস নেতৃত্বের আচরণে ক্ষোভ উগরে দিয়েছেন। এই নিয়ে জল অনেকদূর গড়িয়েছে। এর মধ্যেই এবার দিল্লিতে অধীকে ডেকে পাঠিয়েছিলেন রাহুল গান্ধী। হয়েছে তাঁদের মধ্যে বৈঠক। সেখানেই বাংলা নিয়ে অধীরের কাঁধে বড় দায়িত্ব দিয়েছেন রাহুল। এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর অধীরকে নাকি রাহুল বলেছেন, “লড়াইতে হার-জিত আছে। ভেঙে পড়লে চলে না।” এখনেই শেষ নয় জানা গিয়েছে রাহুল গান্ধী অধীর রঞ্জন চৌধুরীকে বাংলায় কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশ দিলেন । অধীরের হাত খুলে দিয়েছেন। রাহুল নাকি তাঁকে বলেছেন দলের প্রয়োজনে যে যে জায়গায় যাওয়ার দরকার বলে তাঁর মনে হবে সেই সমস্ত জায়গায় তিনি যেন যান। এর পরে সংবাদমাধ্যমে সামনে অধীর মেনেও নেন যে, “রাহুলের সঙ্গে তাঁর আলোচনা ইতিবাচক।” রাজনৈতিক মহলের অনেকেই বলছেন অধীর যেভাবে ক্ষেপেছিলেন তা শান্ত করতেই নাকি ময়দানে নেমেছেন রাহুল গান্ধী। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস ছাড়ার একটি গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনে আপাতত জল পড়ল।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে টানা পাঁচবার সাংসদ হওয়ার পরেও চলতি বছরে তিনি তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরে তাঁর গড় বহরমপুরকে হারিয়েছেন। সেই হারের পরই দলের শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলেছিলেন। এমনকি তাঁকে দিল্লিতে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলে হলে প্রকাশ্যে উগড়ে দিয়েছিলেন ক্ষোভ। সব মিলিয়ে কংগ্রেসের সঙ্গে অধীরের একটি দুরত্ব তৈরি হয়েছিল বলে জল্পনা চলছিল। সেই জল্পনায় ইতি ঘটল আপাতত।