নয়াদিল্লি: কেন্দ্রের শাসকদল ভারতীয় জনতা পার্টি একটি মহিলা বিদ্বেষী রাজনৈতিক দল। যার প্রমাণ পাওয়া যায় বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের বক্তব্যে। এই ভাষাতেই পদ্ম শিবিরকে আক্রমণ করেছেন আম আদমি পার্টির প্রবীণ নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।
ঘটনার সূত্রপাত বুধবার কানপুরে অনুষ্ঠিত একটি সভা ঘিরে। যেখানে প্রধান বক্তা ছিলেন উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংশধিত নাগরিকত্ব আইনের বিরোধীদের উদ্দশ্যে তিনি বলেন, “পুরুষেরা ঘরে কম্বল চাপা দিয়ে বসে রয়েছে আর মহিলা এবং শিশুদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করার জন্য।”
উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাসী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্তব্যকে হাতিয়ার করেই বিজেপি শিবিরকে আক্রমণ করেছেন আপ সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেছন, “বিজেপি মারাত্মকভাবে মহিলা বিদ্বেষী এবং তা খুব স্পষ্টভাবেই এখন প্রমাণিত হ্যে গেল।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “তিন তালাক বিল নিয়ে বিজেপির যে সকল নেতারা কুমীরের কান্না কেঁদেছিল তাঁদের মুখেও মুসলিম মহিলাদের সম্পর্কে এমনই অসম্মানজনক শব্দ শোনা গিয়েছিল।”
মুখ্যমন্ত্রি হিসেবে যোগী আদিত্যনাথের মুখে এই ধরণের বক্তব্য যে অত্যন্ত নিন্দনীয় তা স্মরণ করিয়ে দিয়েছেন সাংসদ সঞ্জয় সিং। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে বলেন যে মুসলিম মহিলারা তাঁর মা-বোনের সমতুল। সেই কারণে তাঁর নিজের দলের নেতা যোগী আদিত্যনাথের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ব্যবস্থা নেওয়া উচিত।”