খাস ডেস্ক: দিল্লি সরকারের আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সংশোধনাগারে বন্দি। এই পরিস্থিতিতে কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল হরিয়ানা বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির প্রার্থী হচ্ছেন। আম আদমি পার্টির আসন্ন বিধানসভা নির্বাচনে এপর্যন্ত মোট ৮৯টি আসনে প্রার্থী দিয়েছে। হরিয়ানায় সর্বমোট বিধানসভা আসনের সংখ্যা ৯০টি। আরেকটি আসনে আম আদমি পার্টি প্রার্থী তালিকা ঘোষণা করবে।
হরিয়ানা বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হবে কিনা তা নিয়ে আলোচনা চলছে। এব্যাপারে এখনও কোনও চূড়ান্ত হয়নি। তবে হরিয়ানা বিধানসভা নির্বাচনে জোরদার প্রচার চালাবে আম আদমি পার্টি। মোট ৪০জন প্রচার চালাবে।
সূত্রের খবর, সবমিলিয়ে মোট ৬টি প্রার্থী তালিকা ঘোষণা করল আম আদমি পার্টি। ছয় নম্বর প্রার্থী তালিকায় প্রার্থী হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন কালকা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ওপি গুজ্জর, পাঁচকুলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রেম গর্গ, আম্বালা সিটির প্রার্থী কেতন শর্মা, মুলানা বিধানসভা কেন্দ্রের প্রার্থী গুরটেজ সিং। প্রসঙ্গত, হরিয়ানা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। ফল ঘোষণা করা হবে ৮ অক্টোবর।