নয়াদিল্লি: প্রথা ভাঙলেন গোপাল৷ জনসেবার জন্য ঈশ্বরের নামে শপথ গ্রহণ করলেন না৷ বরং নজির গড়ে ভারতের স্বাধীনতা আন্দোলনের শহিদদের নামে শপথ গ্রহণ করলেন৷ রীতিমতো ভারতে ইতিহাস রচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রীর কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য গোপাল রাই৷
রবিবারের বারবেলায় দিল্লির নয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শপথ গ্রহণ করেন৷ একই সঙ্গে এদিন দিল্লির রামলীলা ময়দানে কেজরি মন্ত্রিসভার অন্যন্যা সদস্যরাও গোপনীয়তার শপথ নেন৷ সাধারণত শপথ নেওয়ার সময় ঈশ্বর বা আল্লার নামেই এই গোপনীয়তার শপথ গ্রহণ করেন মন্ত্রীরা৷ কিন্তু, এদিন কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য গোপাল রাই নজির সৃষ্টি করলেন৷ ভারতের স্বাধীনতা আন্দোলনের শহিদদের নামে তাঁর শপথ গ্রহণ শুরু হতেই রীতিমতো হতবাক হয়ে পড়েন উপস্থিত মন্ত্রী-আমলা এবং আম আদমিরা৷
শপথ নেওয়ার সময় তিনি বলেন, ‘ আমি গোপাল রাই স্বাধীনতার শহিদদের কাছে শপথ করছি যে, আইনের দ্বারা প্রতিষ্ঠিত সংবিধানের প্রতি আমার সত্য নিষ্ঠা ও আনুগত্য থাকবে। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা অক্ষুন্ন রাখব। আমি নিষ্ঠার সঙ্গে এবং বিবেকের সঙ্গে মন্ত্রীর দায়িত্ব পালন করব। আমি সংবিধান এবং আইন অনুসারে সমস্ত প্রকার মানুষের জন্য ভয়, অনুগ্রহ, সংযুক্তি বা কুৎসা বোধ না করে ন্যায়বিচার করব।