খাসডেস্ক: মাথা নেই। শরীরে নেই জামা-কাপড়। কানপুরের গুজাইনি থেকে উদ্ধার হল এক মহিলার দেহ (WOMAN BODY)। বুধবার সকালে হাইওয়েতে মহিলার দেহ দেখতে পাওয়া যায়। মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা। মহিলার পরিচয় খুঁজে পাওয়ার জন্য সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিনটি তদন্তকারী দল গঠন করা হয়েছে রহস্য উন্মোচনের জন্য।
আরও পড়ুন: শর্ত বেঁধে ১ বছর ১১ মাস পর জামিন, স্ত্রী ও ছেলের পর জেলমুক্ত পলাশিপাড়ার বিধায়ক
ঘটনাস্থলের আশেপাশে কোন সিসিটিভি (CCTV) না থাকলেও ৩ কিলোমিটার দুরে রয়েছে সিসিটিভি ক্যামেরা। মহিলার দেহ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে সিসিটিভিতে ধরা পড়েছে এক মহিলার ছবি। ফুটেজে সেই মহিলাকে একা একা হেঁটে আসতে দেখা যাচ্ছে। তাঁর পরনে ছিল একটি গ্রে রঙের ট্রাউজার্স। বলাবাহুল্য গ্রে রঙের কাপড়ের টুকরো মহিলার দেহের পাশ থেকে মিলেছে।
আরও পড়ুন: আত্মঘাতী হওয়ার আগে কী বলেছিলেন মালাইকার বাবা
আপাতত আরও কিছু তথ্য হাতে আসার জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আশপাশের এলাকা থেকে এমন কোন মিসিং অভিযোগ পাইনি পুলিশ যার সঙ্গে উদ্ধার হওয়া মহিলার কোন মিল খুঁজে পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি স্থানীয়দের দেখিয়ে মহিলার পরিচয় উন্মোচনের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। দাঁত ও হাড়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন:২০০ কোটির স্ক্যাম, অঙ্গ-প্রত্যঙ্গ পাচারে রমরমা ব্যবসা রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে, সিবিআই সূত্র
মহিলাদের প্রতি অপরাধের আরও একটি ছবি মহিলার দেহ (WOMAN BODY) উদ্ধারের এই ঘটনা। স্বাভাবিকভাবে যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তিনি দাবি করেন, “অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তদন্ত হওয়ার প্রয়োজন। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিৎ যাতে পুনরায় এমন ঘটনা ঘটাতে অপরাধীরা ভয় পায়। আশা করছি বিজেপি পরিচালিত রাজ্য সরকার রাজনীতির উর্ধ্বে উঠে ঘটনার তদন্ত করবে।“