
খাস ডেস্ক: স্কুলের দেওয়াল ভেঙে পড়ে ভয়ংকর দুর্ঘটনা (Accident)। দেওয়াল চাপা পড়ে গুরুতর আঘাত পেয়েছে সাতজন পড়ুয়া। শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) করনাল জেলার তারাওয়ারি গ্রামে।
আরও পড়ুন: Shraddha Murder Case: শ্রদ্ধা দেহ কেটে ফ্রিজে রেখে ফ্ল্যাটে মহিলা চিকিৎসককে ডেকেছিল আফতাব
এদিন সকালে হরিয়ানার (Haryana) গভর্মেন্ট সংস্কৃতি প্রাইমারি স্কুল (Government Sanskriti Primary School) চালু ছিল। পড়ুয়ারা সেইসময়ে ক্লাসেই ছিল। এরপর ওই স্কুলের পাশে নগর কীর্তন মিছিল (Nagar Kirtan procession) দেখার জন্য পড়ুয়ারা বাইরে বেরিয়ে আসে। একজায়গায় দাঁড়িয়ে সকলে মিছিল দেখে। সেইসময়ে ঘটে যায় অঘটন! আচমকাই সরকারি স্কুলের একপাশের দেওয়াল ভেঙে পড়ে। গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত পড়ুয়ারা বর্তমানে কমিউনিটি হেলথ সেন্টারে (Community Health Centre) চিকিৎসাধীন। অনেকেরই ক্ষত জায়গায় সেলাই করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। জানা গিয়েছে, স্কুলের যে দেওয়ালটি ভেঙেছে সেটি আগে থেকেই খারাপ অবস্থায় ছিল। এদিন হঠাৎ দেওয়ালটি ভেঙে পড়ে।
আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ডে ধৃত আমির খান ED হেফাজতে, স্বাস্থ্য পরীক্ষার নিয়ে যাওয়া হয় হাসপাতালে